আগরতলায় প্রধানমন্ত্রীর সফরকে সামনে রেখে চলছে রাস্তা সংস্কারে যুদ্ধকালীন তৎপরতা

স্টাফ রিপোর্টার, আগরতলা, ১৫ ডিসেম্বর।। আগামী ১৮ ডিসেম্বর, রবিবার ত্রিপুরা সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একদিনের এই সফরকালে প্রধানমন্ত্রী রাজ্যের বেশ কিছু উন্নয়নমূলক প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন এবং সরকারি বিভিন্ন সুবিধাভোগীদের সঙ্গে কথা বলবেন। প্রধানমন্ত্রীর সফরকে সামনে রেখে চলছে রাস্তা সংস্কারের কাজ। শহরের স্বামী বিবেকানন্দ ময়দান থেকে বিমানবন্দর পর্যন্ত রাস্তা সংস্কারের কাজ চলছে যুদ্ধকালীন তৎপরতায়।

সাংবাদিক সম্মেলনে প্রধানমন্ত্রীর রাজ্য সফর সম্পর্কে জানাতে গিয়ে তথ্য ও সংস্কৃতিমন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ১৮ ডিসেম্বর আগরতলা এমবিবি বিমানবন্দর থেকে স্বামী বিবেকান্দ ময়দানে এসে সরকারি কর্মসূচিতে যোগদান করবেন। এই মর্মে রাজ্য প্রশাসন থেকে চূড়ান্ত প্রস্তুতি নেওয়া হচ্ছে।

তিনি জানান, ২০১৪ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে কেন্দ্রীয় সরকার স্বচ্ছ ভারত অভিযানের ঘোষণা করে। যা সমগ্র পৃথিবীতে সমাদৃত হয়। সেই দৃষ্টিভঙ্গিকে পাথেয় করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরকে কেন্দ্র করে আগরতলা শহর এবং শহর সংলগ্ন এলাকায় স্বচ্ছতার উপর বিশেষ অভিযানের উদ্যোগ নেওয়া হয়েছে। রাজ্য প্রশাসনের পক্ষ থেকেও এই কর্মসূচিকে সফল রূপ দিতে উদ্যোগ নেওয়া হয়েছে।

তথ্য ও সংস্কৃতিমন্ত্রী আরও জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এই রাজ্য সফরকে সফল করতে ইতিমধ্যেই রাজ্যের মুখ্যমন্ত্রী এবং মুখ্যসচিবের উদ্যোগে উচ্চপর্যায়ের বৈঠক করা হয়েছে। তথ্য ও সংস্কৃতিমন্ত্রী জানান, আগামী এক দুইদিনের মধ্যে প্রধানমন্ত্রীর সফরসূচির বিস্তারিত সময়সূচি সরকারিভাবে জানিয়ে দেওয়া হবে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *