শিক্ষাক্ষেত্রে উন্নত পরিকাঠামো গড়ে তোলার উপর রাজ্য সরকার অগ্রাধিকার দিয়েছে : উপমুখ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টার, বিশালগড়, ১৪ ডিসেম্বর।। রাজ্যে গুণগত শিক্ষার প্রসার ও শিক্ষাক্ষেত্রে উন্নত পরিকাঠামো গড়ে তোলার উপর সরকার অগ্রাধিকার দিয়েছে৷ শিক্ষার কোনও বিকল্প নেই৷ উন্নত মানবসম্পদ গড়ে তুলতে হলে গুণগত শিক্ষার প্রয়োজন সবচেয়ে বেশি৷ আজ চড়িলাম ব্লকে ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ী উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের নবনির্মিত দ্বিতল ভবনের উদ্বোধন করে উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা একথা বলেন৷

অনুষ্ঠানে উপমুখ্যমন্ত্রী বলেন, ছাত্র জীবনে নিয়মানুবর্তিতা ও শৃঙ্খলার গুরুত্ব অপরিসীম৷ ছাত্রছাত্রীদের এ বিষয়ে সবচেয়ে বেশি মনোনিবেশ করতে হবে৷ তাহলেই প্রক’ত শিক্ষা গ্রহণ সম্ভব হবে৷ উল্লেখ্য, এই বিদ্যালয়ের নবনির্মিত ভবন নির্মাণে সময় লেগেছে ২ বছর৷ ব্যয় হয়েছে ৭ কোটি ২ লক্ষ ৫ হাজার টাকা৷ নবনির্মিত বিদ্যালয়ে শ্রেণীকক্ষ রয়েছে ২০টি৷

তাছাড়াও ১টি অডিটোরিয়াম, ১টি ডাইনিং হল, ২টি টিচার্স রুম, ১টি লাইবেরিও রয়েছে৷ গ্রামোন্নয়ন দপ্তর এই বিদ্যালয়টি নির্মাণ করেছে৷ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ, সিপাহীজলা জিলা পরিষদের সভাধিপতি সুুপ্রিয়া দাস দত্ত, সিপাহীজলা জেলার জেলাশাসক রাভেল হেমেন্দ্র কুমার, গ্রামোন্নয়ন দপ্তরের মুখ্য বাস্তুকার স্বপন কুমার দাস, জেলা শিক্ষা আধিকারিক হাবুল লোধ প্রমুখ৷

অনুষ্ঠানে উপমুখ্যমন্ত্রী বলেন, গ্রাম ও গ্রামীণ মানুষের উন্নয়ন বর্তমান সরকারের অগ্রাধিকারের ক্ষেত্র৷ সরকার সুুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে গ্রামীণ এলাকায় উন্নত পরিকাঠামো গড়ে তুলছে৷ এক্ষেত্রে শিক্ষা, স্বাস্থ্য ও ক’ষিতে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে৷ অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী রতনলাল নাথ বলেন, শিক্ষা হলো সম্পদ৷ শিক্ষা মানে অন্ধকার থেকে আলোতে আসা৷

তিনি বলেন, শিক্ষা গ্রহণের পাশাপাশি ছাত্রছাত্রীদের প্রক’ত মানুষ হিসেবে নিজেদের তৈরি করতে হবে৷ এই লক্ষ্যেই সরকার রাজ্যে গুণগত শিক্ষার প্রসারে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে৷ বিদ্যাজ্যোতি বিদ্যালয় আগামীদিনে উন্নত মানবসম্পদ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে৷ তিনি বলেন, শ্রেণীকক্ষ থেকেই এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ে তুলতে সরকার উদ্যোগ নিয়েছে৷

সরকার সিদ্ধান্ত নিয়েছে সবকটি বিদ্যাজ্যোতি বিদ্যালয়ের সামনে বাকদেবী সরস্বতীর মূর্তি বসানোর৷ অনুষ্ঠানে উপমুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রী বিদ্যালয়ের স্থাপিত ভারতরত্ন প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর মূর্তিতে পুপার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করেন৷ উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চড়িলাম প’ায়েত সমিতির চেয়ারম্যান রাখী দাস কর৷ স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃণ্ময় ভৌমিক৷

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *