স্টাফ রিপোর্টার, আগরতলা, ১৪ ডিসেম্বর।। রাজ্যের বর্তমান সরকার জনগণের সরকার৷ জনগণের উন্নয়নে কাজ করার জন্যই এই সরকার৷ সরকারের মূল অভিমুখই হচ্ছে রাজ্যের শেষ প্রান্তে বসবাসকারী মানুষের কাছে সরকারের উন্নয়ন কর্মসূচির সুুফল পৌঁছে দেওয়া৷
আজ প্র’াভবনের ১নং কনফারেন্স হলে ’আমার সরকার’ ওয়েব পোর্টাল, লোকেলাইজেশন অব সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস এবং জন পরিকল্পনা অভিযান-২০২২’র উপর আয়োজিত রাজ্যভিত্তিক কর্মশালার উদ্বোধন করে একথা বলেন মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা৷ তিনি বলেন, এই সরকার আমার সরকার৷ এই অনুভূতি যাতে প্রত্যেকের মধ্যে কাজ করে সেজন্য বর্তমান সরকার জনস্বার্থে নিরন্তর কাজ করে চলেছে৷ আমার সরকার ওয়েব পোর্টলটি সেই উদ্দেশ্য নিয়ে চালু করা হয়েছে৷
মুখ্যমন্ত্রী বলেন, ’সবকি যোজনা সবকা বিকাশ’ এই আহ্বানকে সামনে রেখে জনগণের সার্বিক উন্নতি সাধনে সরকার বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প রূপায়ণের পাশাপাশি জনগণের মৌলিক পরিষেবাগুলিকে ১০০ শতাংশ সেচুরেশনে পৌঁছে দিতে কাজ করছে৷ সরকার চাইছে কোন দিকে যেন খামতি না থাকে৷ জাতীয়স্তরে বিভিন্ন কাজের মূল্যায়নের নিরিখে ত্রিপুরা দেশের মধ্যে ভালো অবস্থানে রয়েছে৷
অনেক ক্ষেত্রেই ত্রিপুরা অন্যান্যদের চেয়ে এগিয়ে আছে৷ ত্রিপুরার এই সুুনাম অক্ষুন্ন রাখতে সবাইকে এক যোগে কাজ করতে হবে৷ তিনি বলেন, জনগণের বিভিন্ন সমস্যাগুলি দ্রত সমাধানের জন্য আমার সরকার ওয়েব পোর্টালটি চালু করা হয়েছে৷ আগামীদিনে এই পোর্টালের মাধ্যমে আরও বেশি নজরদারি বাড়ানো হবে যাতে করে রাজ্যে যেসব সম্পদ গড়ে উঠছে তা যেন দীর্ঘস্থায়ী হয়৷
অনুষ্ঠানে সম্মানিত অতিথি উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা বলেন, প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সমাজে অন্তিম পংক্তিতে দাঁড়িয়ে থাকা ব্যক্তির কাছে সরকারি বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প সমূহের সুুবিধা পৌঁছে দেওয়ার উদ্দেশ্য নিয়ে আমার সরকার ওয়েব পোর্টালটি চালু করা হয়েছে৷ এই প্রযুক্তিকে ব্যবহার করে মানুষের সমস্যাগুলি দ্রত সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে৷
তিনি বলেন, সরকার সুুস্থায়ী উন্নয়ন লক্ষ্যগুলি স্থানীয়করণের উদ্যোগ নিয়েছে৷ যাতে উন্নতি সুুস্থায়ী বা টেকসইয়ের পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্ম এর থেকে সুুবিধা পেতে পারে৷ গ্রামকে স্বনির্ভর, স্বচ্ছ এবং সুুন্দর করার অংশ হিসেবে কাজ করবে সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোলস৷ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন গ্রামোন্নয়ন (প’ায়েত) দপ্তরের বিশেষ সচিব ড. সন্দীপ আর রাঠোর৷
অনুষ্ঠানে গ্রামোন্নয়ন দপ্তরের অতিরিক্ত অধিকর্তা প্রসূন দে আমার সরকার ওয়েব পোর্টালের উদ্দেশ্য, বিষয় সমূহ নিয়ে একটি রূপরেখা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে উপস্থাপন করেন৷ এছাড়াও অনুষ্ঠানে সুুস্থায়ী উন্নয়ন লক্ষ্যগুলি স্থানীয়করণে ৯টি থিমের উপর ভিত্তি করে নির্মিত ভিডিওর জন্য নির্বাচিত সেরা ৯টি ব্লককে পুরস্ক’ত করা হয়৷
মুখ্যমন্ত্রী, উপমুখ্যমন্ত্রী, গ্রামোন্নয়ন (প’ায়েত) দপ্তরের বিশেষ সচিব ৯টি ব্লকের প্রতিনিধিদের হাতে পুরস্কার তুলে দেন৷ অনুষ্ঠানে বিভিন্ন জেলা পরিষদের সভাধিপতিগণ, প’ায়েত সমিতি ও বিএসি’র চেয়ারম্যানগণ, বিডিও, সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের আধিকারিকগণ প্রমুখ উপস্থিত ছিলেন৷