একদিনের সফরকালে প্রধানমন্ত্রী রাজ্যের বেশ কিছু উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করবেন : তথ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টার, আগরতলা, ১৪ ডিসেম্বর।। আগামী ১৮ ডিসেম্বর রবিবার ত্রিপুরা সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ একদিনের এই সফরকালে প্রধানমন্ত্রী রাজ্যের বেশ কিছু উন্নয়নমূলক প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন এবং সরকারি বিভিন্ন সুুবিধাভোগীদের সঙ্গে কথা বলবেন৷

আজ সচিবালয়ে এক সাংবাদিক সম্মেলনে প্রধানমন্ত্রীর রাজ্য সফর সম্পর্কে জানাতে গিয়ে তথ্য ও সংস্কৃতিমন্ত্রী সুুশান্ত চৌধুরী একথা বলেন৷

তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ১৮ ডিসেম্বর আগরতলা এমবিবি বিমানবন্দর থেকে স্বামী বিবেকান্দ ময়দানে এসে সরকারি কর্মসূচিতে যোগদান করবেন৷ এই মর্মে রাজ্য প্রশাসন থেকে চূড়ান্ত প্রস্তুতি নেওয়া হচ্ছে৷ তিনি জানান, ২০১৪ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে কেন্দ্রীয় সরকার স্বচ্ছ ভারত অভিযানের ঘোষণা করে৷ যা সমগ্র পৃথিবীতে সমাদৃত হয়৷

সেই দৃষ্টিভঙ্গিকে পাথেয় করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরকে কেন্দ্র করে আগরতলা শহর এবং শহর সংলগ এলাকায় স্বচ্ছতার উপর বিশেষ অভিযানের উদ্যোগ নেওয়া হয়েছে৷ রাজ্য প্রশাসনের পক্ষ থেকেও এই কর্মসূচিকে সফল রূপ দিতে উদ্যোগ নেওয়া হয়েছে৷

তথ্য ও সংস্কৃতিমন্ত্রী আরও জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এই রাজ্য সফরকে সফল করতে ইতিমধ্যেই রাজ্যের মুখ্যমন্ত্রী এবং মুখ্যসচিবের উদ্যোগে উচ্চপর্যায়ের বৈঠক করা হয়েছে৷ তথ্য ও সংস্কৃতিমন্ত্রী জানান, আগামী এক দুইদিনের মধ্যে প্রধানমন্ত্রীর সফরসূচির বিস্তারিত সময়সূচি সরকারিভাবে জানিয়ে দেওয়া হবে৷

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *