ভারতীয় বায়ুসেনায় অগ্নিবীর প্রকল্পে নিয়োগ নিয়ে সচিবালয়ে উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, আগরতলা, ১৪ ডিসেম্বর।। ভারতীয় বায়ুসেনায় অগ্নিবীর প্রকল্পে রাজ্যের যুবক-যুবতীদের অধিক সংখ্যায় নিয়োগের জন্য আজ সচিবালয়ে এক উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কর্মবিনিয়োগ ও জনশক্তি পরিকল্পনা দপ্তরের সচিব অভিষেক সিং।

সভায় ১১ এয়ারম্যান সিলেকশন সেন্টারের গুয়াহাটিস্থিত উইং কমান্ডার ও কমান্ডিং অফিসার এস সন্মুগম এবং কর্মবিনিয়োগ ও জনশক্তি পরিকল্পনা দপ্তরের অধিকর্তা অদিতি মজুমদার, রাজ্য সরকারের সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকগণ, উচ্চশিক্ষা দপ্তর ও এনআইসি ত্রিপুরার প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন।

সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, বায়ুসেনা সম্পর্কে রাজ্যের যুবক যুবতীদের মধ্যে আরও সচেতনতা বৃদ্ধি করা ও অগ্নিবীর প্রকল্পে নিয়োগের জন্য রাজ্যের যুবক যুবতীরা যেন আরও বেশি পরিমাণে তাদের নাম নথিভুক্ত করেন সেজন্য দপ্তর থেকে উদ্যোগ নেওয়া হবে।

বায়ুসেনার অগ্নিবীর প্রকল্পে নাম নথিভুক্ত করতে হয় https://agnipathvayu.cdac.in ওয়েবসাইটে। তাছাড়াও সিদ্ধান্ত নেওয়া হয়েছে, নিয়োগ প্রক্রিয়ায় সফল যুবক যুবতীর সংখ্যা যাতে আরও বৃদ্ধি করা যায় সেজন্য রাজ্য সরকারের পক্ষ থেকে যথাসাধ্য প্রচেষ্টা নেওয়া হবে।

সভায় উইং কমান্ডার ও কমান্ডিং অফিসার এস সন্মুগম জানান, অগ্নিবীর প্রকল্পের পরবর্তী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি আগামী মার্চ, ২০২৩-এ জারি করা হবে। অনলাইন পরীক্ষার মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া শুরু হবে এপ্রিল, ২০২৩ থেকে।

সভায় কর্মবিনিয়োগ ও জনশক্তি পরিকল্পনা দপ্তরের সচিব অভিষেক সিং পরবর্তী নিয়োগ প্রক্রিয়ায় রাজ্যের যুবক যুবতীদের অধিক পরিমাণে অংশগ্রহণের উপর গুরুত্ব আরোপ করেন।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *