অনলাইন ডেস্ক, ১১ ডিসেম্বর।। ‘অমৃত কালে’ রাজ্যের অগ্রগতি দেশের উন্নয়নকে শক্তি প্রদান করবে। বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার মহারাষ্ট্রের নাগপুরে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন, শিলান্যাস ও দেশকে উৎসর্গ করার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, আজ উদ্বোধন হওয়া প্রকল্পগুলি মহারাষ্ট্রের উন্নয়নকে তরান্বিত করবে।
এই প্রকল্পগুলি রাজ্যের পরিকাঠামোর একটি সামগ্রিক দৃষ্টি প্রদান করে। মহারাষ্ট্র এবং কেন্দ্রে ডাবল ইঞ্জিনের সরকার কত দ্রুত কাজ করছে এটাই তার প্রমাণ।
প্রধানমন্ত্রী এদিন বলেছেন, এই প্রথমবারের মত দেশে একটি সরকার আছে, সে সরকার পরিকাঠামো প্রকল্পে মানবিক ছোঁয়া দিয়েছে। সামগ্রিক দৃষ্টিভঙ্গি নিয়ে পরিকাঠামো উন্নয়নই সরকারের লক্ষ্য।
মোদী বলেছেন, আমি আপনাদের শর্টকাট রাজনীতির বিরুদ্ধে সতর্ক করতে চাই। শর্টকাট নেওয়া রাজনৈতিক নেতারা দেশের সবচেয়ে বড় শত্রু। যারা মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতা লাভের লক্ষ্য রাখে তাঁরা সরকার করতে পারে না।
আমি তাঁদের উন্নয়নের গুরুত্ব বোঝার আহ্বান জানাই। প্রধানমন্ত্রীর কথায়, স্থিতিশীল বৃদ্ধি এবং উন্নয়নের জন্য একটি দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গি গুরুত্বপূর্ণ। ভারত চতুর্থ শিল্প বিপ্লব উপেক্ষা করতে পারে না, সুযোগ আর আসবে না।