তেইশের নির্বাচনের রণকৌশল জানতে দিল্লিতে পাড়ি দিলেন বিজেপি ত্রিপুরা প্রদেশের শীর্ষ নেতৃত্ব

স্টাফ রিপোর্টার, আগরতলা, ১১ ডিসেম্বর।। ত্রিপুরা বিধানসভা নির্বাচনকে সামনে রেখে শাসক বিজেপি তৎপরতা শুরু করে দিয়েছে। গতকাল নির্বাচন প্রচার এবং পরিচালন কমিটি বা অন্যান্য সাব কমিটি গঠন করেছে বিজেপি।

তারপর আজ দিল্লিতে বিজেপির শীর্ষ নেতাদের সাথে বৈঠক করলেন রাজ্যের নেতৃত্বরা। আসন্ন ত্রিপুরা বিধানসভা নির্বাচনকে সামনে রেখে আজ দিল্লীতে আগামীর সাংগঠনিক কর্মপরিকল্পনা বিষয়ক বৈঠক হয় l

বৈঠকে উপস্থিত ছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা, প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা রাজ্যসভার সাংসদ বিপ্লব কুমার দেব, উপ মুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা, বিজেপির প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য্য, কেন্দ্রীয় ভৌমিক এবং দলের রাজ্য প্রাভারি মহেশ শর্মা।

জানা গিয়েছে মহেশ শর্মার বাসভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আগামীকাল দলের কয়েকজন শীর্ষ নেতাদের সাথে বৈঠক করবে রাজ্যের নেতৃত্ব। একসাথে বিজেপির রাজ্য নেতানেত্রীদের দিল্লিতে যাওয়া নিয়ে রাজনৈতিক মহলে জোর আলোচনা চলছে।

এদিকে প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব সোশ্যাল মিডিয়াতে একটি পোস্ট করে বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দুরদর্শী মার্গদর্শনে, আরও অধিক জন আস্থায় ত্রিপুরায় পুনরায় ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠার মাধ্যমে রাজ্যের সর্বাঙ্গীন বিকাশ ধারাকে অব্যাহত রাখতে আমরা সংকল্পবদ্ধ l

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *