শ্বাসরুদ্ধকর কোয়ার্টার ফাইনালের পেশাগত দায়িত্ব পালনের সময় মারা গেছেন মার্কিন ক্রীড়া সাংবাদিক গ্রান্ট ওয়াল

অনলাইন ডেস্ক, ১০ ডিসেম্বর।। লুসাইলে আর্জেন্টিনা-নেদার‌ল্যান্ডসের শ্বাসরুদ্ধকর কোয়ার্টার ফাইনালের পেশাগত দায়িত্ব পালনের সময় মারা গেছেন মার্কিন ক্রীড়া সাংবাদিক গ্রান্ট ওয়াল। স্টেডিয়ামের মিডিয়া সেন্টার এলাকায় কাজ করার সময় ম্যাচের আপডেট টুইটে জানাচ্ছিলেন ফক্স সকার ও স্পোর্টস ইলাস্ট্রেটেডের ৪৯ বছর বয়সী গ্রান্ট।

নেদারল্যান্ডসের সমতাসূচক গোলের পরপর তিনি চেয়ার থেকে ঢলে পড়েন। ৩০ মিনিট মিডিয়া সেন্টারের প্যারামেডিক্স তাকে শুশ্রুষা করেন। পরে তাকে স্ট্রেচারে করে হাসপাতালে নেয়া হয়। শনিবার সকালে হাসপাতাল কর্তৃপক্ষ নিশ্চিত করেন মৃত্যু হয়েছে গ্রান্ট ওয়াল।

নভেম্বরের শেষ দিকে ওয়াল জানিয়েছিলেন, এলজিবিটিকিউ সম্প্রদায়ের প্রতি সমর্থন প্রকাশ করে তিনি একটি রেইনবো টিশার্ট পরে কাতারের এক স্টেডিয়ামে প্রবেশের চেষ্টা করেছিলেন, তখন ‘সমলৈঙ্গিক সম্পর্ক’ নিষিদ্ধ থাকা দেশটির নিরাপত্তা কর্মীরা তাকে কিছুক্ষণের জন্য আটকে রেখেছিল।

তিনি জানান, আল রাইয়ানের আহমেদ বিন আলি স্টেডিয়ামে যুক্তরাষ্ট্রের প্রথম খেলার দিন ঘটনাটি ঘটে, বিশ্বকাপের নিরাপত্তা কর্মীরা তাকে ঢুকতে বাধা দেয় ও টিশার্টটি খুলে ফেলতে বলে, কিন্তু তিনি শার্ট না খুলে সেখানে বসে থাকলে পরে এক ঊর্ধ্বতন কর্মকর্তা এসে তাকে ভেতরে নিয়ে যান।

কদিন আগে সোশ্যাল মিডিয়ায় এক এক পোস্টে ওয়াল জানিয়েছিলেন, কাতারে তিনি একটি হাসপাতালে গিয়েছিলেন। ‘আমরা ব্রঙ্কাইটিস হয়েছে বলে তারা জানিয়েছে। তারা আমাকে কিছু অ্যান্টোবায়োটিকস ও কফ সিরাপ দেয়। এখন আমি আগের চেয়ে ভালো আছি। তবে ততোটা ভালো নই।’

 

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *