রেকর্ড স্পর্শ করায় অভিনন্দন জানানোর পাশাপাশি হারের জন্য দিয়েছেন সান্ত্বনাও

অনলাইন ডেস্ক, ১০ ডিসেম্বর।। ব্রাজিলের হয়ে সর্বোচ্চ গোলের রেকর্ডে কিংবদন্তি পেলেকে ছুঁলেন। কিন্তু এমন অর্জনে নেইমার আনন্দ করতে পারলেন কই! নিজে গোল পেলেও ক্রোয়েশিয়ার বিপক্ষে হারল তার দল। ছিটকে গেল বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকেই।

তবে এমন বেদনা বিধুর সময়ে পেলেকে পাশে পাচ্ছেন নেইমার। কাতার বিশ্বকাপের প্রথম কোয়ার্টার ফাইনালে শুক্রবার টাইব্রেকারে ৪-২ গোলে জয় তুলে নেয় ক্রোয়েশিয়া। নির্ধারিত সময়ের খেলা গোলশূন্য ভাবে শেষ হয়েছিল। অতিরিক্ত সময়ে নেইমার গোল করে এগিয়ে দিয়েছিলেন ব্রাজিলকে।

কিন্তু পরে পেতকোভিচ সমতা এনে দেন ক্রোয়াটদের। আন্তর্জাতিক ফুটবলে পেলে ও নেইমারের গোল এখন সমান ৭৭টি। ক্রোয়েশিয়া ম্যাচের পর নেইমারের উদ্দেশ্যে ইন্সটাগ্রামে দীর্ঘ বার্তা লিখেছেন পেলে। রেকর্ড স্পর্শ করায় অভিনন্দন জানানোর পাশাপাশি হারের জন্য দিয়েছেন সান্ত্বনাও। ‘আমি তোমাকে বড় হতে দেখেছি, আমি প্রতিদিন তোমার জন্য উল্লসিত বোধ করতাম এবং অবশেষে ব্রাজিল জাতীয় দলে আমার গোল সংখ্যা ছুঁয়ে ফেলার জন্য আমি তোমাকে অভিনন্দন জানাই।

আমরা দু’জনেই জানি যে এটি একটি সংখ্যার চেয়ে অনেক বেশি। ক্রীড়াবিদ হিসেবে আমাদের সবচেয়ে বড় দায়িত্ব অন্যদের অনুপ্রাণিত করা। আমাদের সহকর্মীদের অনুপ্রাণিত করো। পরবর্তী প্রজন্মকে অনুপ্রাণিত করো এবং সবচেয়ে বেশি অনুপ্রাণিত করো যারা আমাদের খেলাধুলা ভালোবাসেন।’ ‘দুর্ভাগ্যবশত, দিনটি আমাদের জন্য সবচেয়ে আনন্দের নয়।

কিন্তু তুমি সর্বদা অনেকের কাছে অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। সময়ের সঙ্গে সঙ্গে আমাদের উত্তরাধিকার আরও বেড়েছে। আমি প্রায় ৫০ বছর আগে রেকর্ড গড়েছিলাম। এবং এখনও পর্যন্ত কেউ এর কাছাকাছি আসতে পারেনি। তুমি পেয়েছ। নেইমার তাই এটা তোমার মহত্ত্বকে মূল্য দেয়।’‘যা হোক, তুমি জানো আমাদের দেশের হয়ে প্রতিনিধিত্ব করার আনন্দের চেয়ে আর বড় কিছু হয় না।

আমার বয়স ৮২ বছর, এবং এতদিন পরে আমি আশা করি আমি তোমাকে এত দূর নিয়ে আসতে অনুপ্রাণিত করেছি। তার চেয়েও বেশি, আমি আশা করি তোমার কৃতিত্ব লাখ লাখ লোককে উজ্জীবিত করবে, যারা তোমাকে অনুসরণ করবে। আমাদের সকলকে অনুপ্রাণিত করতে থাকো। আমি তোমার প্রতিটি গোলের পরই সেলিব্রেট করব, যেমন আমি প্রতিটি ম্যাচে তোমাকে মাঠে দেখে করেছি।’

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *