কাতার বিশ্বকাপ ফুটবলে দুর্নীতির অভিযোগে ইভা কাইলি নামে ইউরোপীয় পার্লামেন্টের এক ভাইস প্রেসিডেন্ট গ্রেপ্তার

অনলাইন ডেস্ক, ১০ ডিসেম্বর।। কাতার বিশ্বকাপ ফুটবলে দুর্নীতির অভিযোগে ইভা কাইলি নামে ইউরোপীয় পার্লামেন্টের এক ভাইস প্রেসিডেন্টকে গ্রেপ্তার করা হয়েছে। বিশ্বকাপ আয়োজনে ঘুষ গ্রহণের অভিযোগে ব্যাপক তদন্তের অংশ হিসেবে শুক্রবার (৯ ডিসেম্বর) বেলজিয়াম পুলিশ তাকে গ্রেপ্তার করে। বিশ্বকাপ ফুটবলের এবারের আসরের আয়োজক দেশ কাতার। গত ২০ নভেম্বর শুরু হওয়া আসর এখন প্রায় শেষের দিকে। কাতার বিশ্বকাপ শুরুর কয়েক বছর আগেই ওঠে দুর্নীতির অভিযোগ।

এ অভিযোগ একদিকে যেমন কাতারের বেরুদ্ধে, তেমনি বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার বিরুদ্ধেও।কাতারের বিরুদ্ধে অভিযোগ, দেশটি লাখ লাখ ডলার ঘুষ দিয়ে ২০২২ সালের ফুটবল বিশ্বকাপের আয়োজক দেশ হয়েছে। এসব অভিযোগ নিয়ে সেই শুরু থেকেই তদন্ত চলছে। এমনই একটি অভিযোগ নিয়ে তদন্ত করছে বেলজিয়ামের ফেডারেল জুডিশিয়াল পুলিশ (পিজেএফ)।

বেলজিয়ামের জাতীয় দুর্নীতি দমন সংস্থা সেন্ট্রাল অ্যান্টি-করাপশন অফিস এক বিবৃতিতে বলেছে, ফেডারেল জুডিশিয়াল পুলিশের সন্দেহ, ‘উপসাগরীয় একটি দেশ’ অর্থ ও উপহারের মাধ্যমে তৃতীয় কোনো গোষ্ঠীর মাধ্যমে ইউরোপীয় পার্লামেন্টের এমপিদের (এমইপি) প্রভাবিত করার চেষ্টা করেছিল। সেই সন্দেহ থেকে ব্যাপক তদন্ত শুরু করে বেলজিয়ামের ফেডারেল জুডিশিয়াল পুলিশ।

স্থানীয় সংবাদ মাধ্যমের তথ্যমতে, তদন্তের অংশ হিসেবে রাজধানী ব্রাসেলসসহ বেশ কয়েকটি শহরে অন্তত ১৬টি তল্লাশি অভিযান চালানো হয়।এসব অভিযানে জিজ্ঞাসাবাদের জন্য ইভা কাইলিসহ মোট চারজনকে আটক করা হয়। গ্রিসের রাজনীতিক কাইলি ইউরোপীয় পার্লামেন্টের ১৪ জন ভাইস প্রেসিডেন্টের একজন। এদিকে দুর্নীতির অভিযোগে আটক হওয়ার পরই তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *