স্টাফ রিপোর্টার, আগরতলা, ২ ডিসেম্বর৷৷ বর্তমান রাজ্য সরকার ক্ষমতায় আসার পর রাজ্যে আরও ৩টি জেলায় জেলা ও দায়রা জজ আদালত স্থাপন করা হয়েছে৷ বর্তমানে রাজ্যে ৮টি জেলা ও দায়রা জজ আদালত রয়েছে৷ আজ সচিবালয়ে আইনমন্ত্রীর নিজ অফিস কক্ষে এক সাংবাদিক সম্মেলনে একথা জানান, আইনমন্ত্রী রতনলাল নাথ৷ তিনি জানান, রাজ্যে আইনের শাসন কায়েম করা সহ বিচার ব্যবস্থাকে সাধারন মানুষের দৌঁড়গোড়ায় পৌঁছে দিতে রাজ্য সরকার আইন দপ্তরের উদ্যোগে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে৷
আইনমন্ত্রী তথ্য সহকারে জানান, সিপাহীজলা জেলার সোনামুড়া, খোয়াই জেলার খোয়াই এবং ধলাই জেলার আমবাসায় এই জেলা ও দায়রা জজ আদালতগুলি স্থাপন করা হয়েছে৷ তাছাড়া অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত বিশালগড়ে খোলা হয়েছে৷ পারিবারিক বিরোধ দ্রত নিপত্তির জন্য বর্তমান রাজ্য সরকারের সময়ে আরও ৫টি ফ্যামিলি কোর্ট করা হয়েছে যা এতদিন ছিল ৩টি৷ বর্তমানে রাজ্যে মোট ফ্যামিলি কোর্টের সংখ্যা ৮টি৷
ফ্যামিলি কোর্টের জন্য ৪টি বিচারপতির পদ সৃষ্টি করা হয়েছে৷ ৪টি প্রিন্সিপাল কাউন্সিলারের পদও সৃষ্টি করা হয়েছে৷ তিনি বলেন, জনস্বার্থে গত ৫ বছরে ৭৬টি বিল বিধানসভায় আনা হয়েছে৷ সবকটি বিলকে আইনে পরিণত করা হয়েছে৷ সাংবাদিক সম্মেলনে আইনমন্ত্রী জানান, ধর্মনগর, বিলোনীয়া, খোয়াই, সাবম, সোনামুড়া, বিশালগড়ের জন্য অতিরিক্ত জেলা ও দায়রা জজের আরও ৬টি পদ সৃষ্টি করা হয়েছে৷ আগে ছিল ৭টি৷ তিনি জানান, হাই কোর্টের সাপোর্টিং স্টাফ’র জন্য ২৫৬টি পদ সৃষ্টি করা হয়েছে৷
রাজ্যে বর্তমান সরকার ক্ষমতাসীন হওয়ার পর ৪০টি নতুন নোটারি দেওয়া হয়েছে৷ আগে ছিল ২৯টি৷ আইনমন্ত্রী আরও জানান, রাজ্য সরকারের পক্ষ থেকে সুুপ্রিম কোর্টে ৫ জন আইনজীবী, হাইকোর্টে ৮ জন আইনজীবী, জেলা ও দায়রা জজ আদালতে ১৪ জন আইনজীবী, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে ৪৮ জন আইনজীবী, এক্সিকিউটিভ মেজিস্ট্রেট কোর্টে ৩৮ জন আইনজীবী, জভেনাইল কোর্টে ১৩ জন আইনজীবী এবং পসকো মামলা লড়াই’র জন্য ১১ জন আইনজীবী রয়েছে৷ এছাড়াও চিটফাণ্ড মামলা সরকারের পক্ষে ৮ জন আইনজীবী রয়েছে৷
তাছাড়া রয়েছে ৪২ জন প্যানেল আইনজীবী৷ রাজ্যে বিভিন্ন জেলা ও নিম্ন আদালতে ৬৪ জন প্যানেল আইনজীবীও রয়েছে৷ সাংবাদিক সম্মেলনে আইনমন্ত্রী আরও জানান, তিনি আরও জানান, বর্তমানে সুুপ্রিম কোর্টে ২৯৫ টি মামলা বিচারাধীন রয়েছে৷ তিনি জানান, ২০১৮ পর থেকে আজ পর্যন্ত সুুপ্রিম কোর্টে রাজ্য সরকারের বিপক্ষে ১৯১টি মামলা করা হয়েছে৷ এর মধ্যে রাজ্য সরকার ১৭টি মামলা জয়লাভ করেছে এবং ১০টিতে হার হয়েছে৷
মামলা বিচারাধীন রয়েছে ১৬০টি৷ এই ১৬০টির মধ্যে সুুপ্রিম কোর্ট রাজ্য সরকারের পক্ষে ৩৩টি মামলায় এবং সরকারের বিরুদ্ধে ৯টি মামলায় অর্ন্তবর্তী রায় দিয়েছে৷ রাজ্যে বর্তমান সরকার প্রতিষ্ঠার পূর্বে রাজ্য উচ্চ আদালতে বিচারাধীন মামলা ছিল ২৭৫৯ টি৷ এর মধ্যে বর্তমানে প্রায় ১ হাজার টি মামলা নিপত্তি হওয়ার ফলে এখন বিচারাধীন মামলা রয়েছে ১,৭৩৭টি৷ জেলা আদালত থেকে বিচার বিভাগীয় আদালত পর্যন্ত বিচারাধীন মামলা ছিল ১,০৭,০৮৯টি৷ বর্তমানে রয়েছে ৩৯,৪৭৯টি মামলা৷
গত ৫ বছরে ৪,৭৮০ জনকে ফ্রি লিগ্যাল এইড দেওয়া হয়েছে৷ ৬৯০টি ফ্রি লিগ্যাল সার্ভিস ক্যাম্পের আয়োজন করা হয়েছে৷ এতে উপক’ত হয়েছেন ২,৩২,০০০ জন নাগরিক৷ ৯টি লোক আদালত আয়োজন করা হয়েছে৷ এর মাধ্যমে ১১,২২২টি মামলার নিপত্তি হয়েছে৷ আইনমন্ত্রী জানান, ত্রিপুরা উচ্চ আদালতে ৫ বছরের বেশি পুরনো মামলা রয়েছে ১২টি৷