বিলোনীয়ায় সাংবাদিকের প্রশ্নে মেজাজ হারালেন প্রদেশ কংগ্রেস সভাপতি বিরজিৎ সিনহা

স্টাফ রিপোর্টার, বিলোনীয়া, ২৯ নভেম্বর।। সাংবাদিকরা বিজেপির দালালি করছে। পেইড নিউজ তৈরি করছে। অভিমত ব্যক্ত করলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা। পাল্টা প্রশ্ন করা হয় সব সাংবাদিক কি বিজেপির দালালি করছে। উত্তরে জানালেন না। আরো জানান সিপিআই(এমে)-র সাথে কোন সমঝোতা বা আঁতাতে যাবে না কংগ্রেস। অন্যদিকে তীপ্রা মথার সাথে যোগাযোগ চলছে বলে জানান। তবে রাজনৈতিক পরিস্থিতি কখন কি হয় তা বলা মুশকিল ।বললেন বিরজিৎ সিনহা।

মঙ্গলবার তিনি বিলোনিয়া সফরে আসেন।বিলোনিয়া কংগ্রেস ভবনে স্থানীয় একাধিক সাংবাদিকের প্রশ্নের উত্তরে উপরিউক্ত অভিমত ব্যক্ত করেন তিনি। সাংবাদিকদের পক্ষ থেকে প্রশ্ন করে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতির কাছে জানতে চাওয়া হয় বিলোনিয়া সাংগঠনিক কাজে একাধিকবার বিরোজিৎ সিনহা নিজে এসেছেন অথচ কংগ্রেসের রাজ্য নেতৃত্ব তথা সুদীপ বর্মন, আসিষ সাহা ওনারা আসছেন না কেন।

এর পেছনে কি দলের আভ্যন্তরীণ গোষ্ঠী কোনদলের চিত্র রয়েছে কিনা। এই প্রশ্ন শুনতেই বিরোজিৎ সিনহা উত্তেজিত হয়ে ওঠেন। সাংবাদিকদের উদ্দেশ্যে বললেন বেরিয়ে যান। কোন কথা বলবো না। আরো বললেন বিজেপির দালালি গিরি করে নিউজ করা হচ্ছে। ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতির এই ধরনের মন্তব্যে স্থানীয় সাংবাদিকদের মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার হয়।

কংগ্রেসের ভারতজোড় আন্দোলনে দক্ষিণ জেলা বিভিন্ন জায়গায় কংগ্রেস কর্মী সমর্থকদের উপর একাধিক ঘটনায় বিজেপি আশ্রিত দুর্বৃত্ত দলের হামলা নিয়ে এদিন তিনি দক্ষিণ জেলা পুলিশ সুপার কার্যালয়ে যান। দোষীদের গ্রেফতারের দাবী জানিয়ে ডেপুটেশন দিতে। ডেপুটেশন দিয়ে পুলিশ সুপারের কার্যালয় থেকে বেরিয়ে আসার সময় সাংবাদিকদের কাছে বক্তব্য দেওয়ার জন্য দাঁড়ালেও কোন সাংবাদিক বিরোজিৎ সিনহার বক্তব্য নেয়নি এই ঘটনার প্রতিবাদে।

বিরজিৎ সিনহা বিলোনিয়া সফরে আসছেন এবং কংগ্রেস ভবনে যাবেন স্থানীয় কংগ্রেস নেতৃবৃন্দের পক্ষ থেকে স্থানীয় সাংবাদিকদের এদিন আমন্ত্রণ জানানো হয়। সে অনুসারে স্থানীয় একাধিক সাংবাদিক কংগ্রেস ভবনে যায়। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে প্রদেশ কংগ্রেস সভাপতি এক সময় সাংবাদিকদের বেরিয়ে যাওয়ার জন্য বলেন।

এই ঘটনা নিয়েও বিভিন্ন মহলের তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে। বিরজিৎ সিনহা এদিন প্রশ্নের উত্তর আরো বলেন কংগ্রেস সাংগঠনিকভাবে অনেক শক্তিশালী হয়েছে। আসন্ন নির্বাচনে দল একা লড়বে কিনা এ প্রশ্নের উত্তরে তিনি জানান সেটা পরিস্থিতি বলবে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *