স্টাফ রিপোর্টার, আগরতলা, ২৫ নভেম্বর৷৷ পি এম পোষণ প্রকল্পে রাজ্যে কর্মরত কুক কাম হেল্পারদের মাসিক ভাতা ৫০০ টাকা বৃদ্ধি করা হয়েছে৷ আজ সন্ধ্যায় মহাকরণে এক সাংবাদিক সম্মেলনে শিক্ষামন্ত্রী রতনলাল নাথ এই ভাতা বৃদ্ধির কথা জানিয়েছেন৷
সাংবাদিক সম্মেলনে শিক্ষামন্ত্রী জানান, রাজ্যের বিভিন্ন সরকারি বিদ্যালয়, অনুদানপ্রাপ্ত বিদ্যালয়, মাদ্রাসায় ১১ হাজার ১০৭ জন কুক কাম হেল্পার কর্মরত রয়েছেন৷
এতদিন প্রত্যেক কুক কাম হেল্পারদের মাসিক সান্মাষিক ভাতা ছিল ১৫০০ টাকা৷ এর মধ্যে কেন্দ্রীয় সরকার ৯০০ টাকা এবং রাজ্য সরকারের পক্ষ থেকে ৬০০ টাকা দেওয়া হতো৷ বর্তমানে ৫০০ টাকা বৃদ্ধি করার ফলে রাজ্য সরকার মাসিক ১১০০ টাকা এবং কেন্দ্রীয় সরকার ৯০০ টাকা মিলে মোট ২০০০ টাকা ভাতা দেওয়া করা হবে৷
সাংবাদিক সম্মেলনে শিক্ষামন্ত্রী শ্রীনাথ জানান, ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে বর্ধিত এই ভাতা কার্যকর হবে৷ এর ফলে সরকারের বছরে বাড়তি খরচ হবে ৫ কোটি ৫৫ লক্ষ টাকা৷ রাজ্যে বর্তমানে ৩ লক্ষ ৯৯ হাজার ৮৬ জন ছাত্রছাত্রী মিড ডে মিলের আওতায় রয়েছে৷
সাংবাদিকদের প্রশের উত্তরে শ্রীনাথ জানান, মিড ডে মিল প্রকল্প ভালভাবেই চলছে৷ তবে ধলাই জেলায় বেকফাস্ট প্রকল্প পাইলট প্রজেক্ট হিসাবে চালু করা হয়েছে৷ এর সফলতা পাওয়া গেলে সারা রাজ্যেই এটি চালু করা যেতে পারে৷ তিনি বলেন, কাজের মাধ্যমেই এই সরকার জনগণের কাছে পৌঁছে যাচ্ছে৷