যাওয়ার আগে রুশ সৈন্যরা খেরসনে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে : জেলেনস্কি

অনলাইন ডেস্ক, ১৩ নভেম্বর।। ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় শহর খেরসন থেকে সৈন্য প্রত্যাহারের আগে রাশিয়া সেখানে গুরুত্বপূর্ণ অবকাঠামোগুলোতে ধ্বংসযজ্ঞ চালিয়েছে বলে অভিযোগ করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এই শহরটি এখন কিয়েভের সৈন্যদের দখলে রয়েছে বলেও তিনি উল্লেখ করেন। খবর আলজাজিরার।

শনিবার এক ভিডিও বার্তায় জেলেনস্কি বলেন, খেরসন থেকে পালানোর আগে দখলদাররা গুরুত্বপূর্ণ অবকাঠামো: যোগাযোগ ব্যবস্থা, পানি, তাপ, বৈদ্যুতিক অবকাঠামোগুলো ধ্বংস করেছে। ‘রাশিয়ানদের সর্বত্র একই লক্ষ্য: লোকজনকে যত সম্ভব তুচ্ছজ্ঞান করা। কিন্তু আমরা সবকিছু পুনরুদ্ধার করবো, বিশ্বাস করুন’ বলেন তিনি। ফেব্রুয়ারিতে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করার পর খেরসনই একমাত্র প্রাদেশিক রাজধানী যা রাশিয়া দখলে নিতে পেরেছিল।

গত শুক্রবার খেরসন প্রদেশের নিপ্রো নদীর পশ্চিম তীর থেকে নিজেদের সব সৈন্য সরিয়ে নেয় রাশিয়া। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, রাশিয়ার মোতায়েন করা সব সৈন্য ও যুদ্ধের সরঞ্জাম নিপ্রোর বাম অথবা পূর্ব দিকে স্থানান্তর করা হয়েছে। শুক্রবার মস্কোর স্থানীয় সময় সকাল ৫টার মধ্যে খেরসন শহর থেকে সৈন্যদের সরিয়ে নেওয়ার কাজ পুরোপুরি সম্পন্ন হয়।

এর আগে, বুধবার খেরসন অঞ্চল থেকে সৈন্য প্রত্যাহার করে নেওয়ার নির্দেশ দেয় রাশিয়া। সেই সময় মস্কো জানায়, ইউক্রেনের ক্রমবর্ধমান পাল্টা আক্রমণের মুখে আঞ্চলিক রাজধানী খেরসনের ভৌগোলিক দখল বজায় রাখা এবং সেখানে সৈন্য সরবরাহের প্রচেষ্টা ব্যর্থ হয়েছে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *