১৮ ফেব্রুয়ারি শহর ভাসবে অরিজিতের গানে, শোয়ের টিকেট আর তাতেই উপচে পড়া ভিড় অনুরাগীদের

অনলাইন ডেস্ক, ১৩ নভেম্বর।। মুর্শিদাবাদের জিয়াগঞ্জ থেকে বলিউডের নাম্বর ওয়ান গায়ক অরিজিৎ সিং। তবে সাফল্য খুব সহজে যে এসেছে এমন নয়। ধাপে ধাপে সাফল্যের সিঁড়িতে উঠেছেন অরিজিৎ। ফেম গুরুকুলের প্রতিযোগী থেকে প্রীতমের সহকারী হয়ে এক নম্বর গায়ক অরিজিতের জগৎ জোড়া খ্যাতি।

এবার বছর তিনেক পর ফের কলকাতায় শো করতে আসবেন অরিজিৎ। আগামী বছর ১৮ ফেব্রুয়ারি শহর ভাসবে অরিজিতের গানে। এক অনলাইন সংস্থায় কাটা যাচ্ছে অরিজিতের শোয়ের টিকেট আর তাতেই উপচে পড়া ভিড় অনুরাগীদের। কিন্তু টিকেটের মূল্য দেখে চক্ষু চড়ক গাছ অনেকেরেই। আসলে ইকো পার্কের ওই শোতে আসনগুলো পাঁচটি ভাগে ভাগ করা হয়েছে।

সর্বনিম্ন ব্রোঞ্জ যার মূল্য ২৫০০ টাকা। তারপর সিলভার, তারপর গোল্ড, প্লাটিনাম ও সর্বোচ্চ ডায়মন্ড। আর এই ডায়মন্ড আসনগুলোর মূল্য ৫০,০০০ টাকা। তবে এখানে শেষ নয়, শোনা যাচ্ছে টিকেটের মূল্য পৌঁছতে পারে ৬০,০০০ টাকা পর্যন্ত। ডায়মন্ড আসনগুলোতে যারা টিকেট কাটবেন তারা থাকবেন মূল স্টেজের সামনে, সঙ্গে পাবেন খাবার ও পানীয়।

অন্যদিকে ব্রোঞ্জ টিকিট একেবারে পেছনে। টিকেট ক্রেতাদের স্বাভাবিকভাবে দাঁড়িয়ে উপভোগ করতে হবে শিল্পীর গান। শুধু তাই নয়, মূল স্টেজ থেকে অনেকটা দূরে হওয়ার গোটা শোটাই এলসিডি স্ক্রিনে চোখ রেখেই দেখতে হবে। তবে প্রিয় শিল্পীর অনুষ্ঠানের অভিজ্ঞতা চাক্ষুস করতে টাকা পয়সা নিয়ে খুব বেশি চিন্তিত নন তার একটা বড় অংশের অনুরাগীরা। আবার অনেকের ইচ্ছে থাকলেও টিকেটের চড়া দাম সেই ইচ্ছেপূরণে বাধা হয়ে দাঁড়াচ্ছে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *