দুবাই থেকে দেশে ফেরার পথে আটক হলেন বলিউডের কিং শাহরুখ খান

অনলাইন ডেস্ক, ১৩ নভেম্বর।। দুবাই থেকে দেশে ফেরার পথে আটক হলেন বলিউডের কিং শাহরুখ খান। পরে অবশ্য পৌনে ৭ লাখ টাকা জরিমানা দিয়ে ছাড়া পান অভিনেতা।

ভারতীয় গণমাধ্যমের খবর, মুম্বাই বিমানবন্দরে শনিবার অভিনেতাকে আটক করে শুল্ক দপ্তর। ব্যক্তিগত বিমানে দুবাই থেকে ফিরছিলেন তিনি। সূত্রের দাবি, তার কাছে ১৮ লাখ টাকার ঘড়ির কভার ছিল। ৬ লাখ ৮৩ হাজার টাকা দেওয়ার পর ছাড়া হয় তাকে।

সংবাদ সংস্থা সূত্রের খবর, সংযুক্ত আরব আমিরশাহির শারজা থেকে শনিবার মুম্বাই ফিরছিলেন শাহরুখ। তার কাছে ১৮ লাখ টাকার ঘড়ির খাপ ছিল। এ জন্য তাকে আটক করেন শুল্ক দপ্তরের কর্মকর্তারা। এরপর শাহরুখকে ৬ লাখ ৮৩ হাজার টাকা জরিমানা দিতে হয়েছে বলে সূত্রের খবর। তবে শুল্ক দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে শাহরুখ সহযোগিতা করেছেন বলে জানা গেছে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *