সমাজের অন্তিম ব্যক্তিকে সামনে নিয়ে আসা এই সরকারের লক্ষ্য : সমাজকল্যাণ মন্ত্রী

স্টাফ রিপোর্টার, পেঁচারথল, ১১ নভেম্বর।। সমাজের অন্তিম ব্যক্তিকে সামনে নিয়ে আসা এই সরকারের লক্ষ্য৷ এর মূল কথা তাদের আত্মনির্ভর করা৷ বর্তমান রাজ্য সরকার এই উদ্দেশ্যেই তাদের কাজের অভিমুখ নির্ধারণ করেছে৷ পেঁচারথল টাউনহলে আজ ত্রিপুরা গ্রামীণ ব্যাঙ্ক আয়োজিত বিভিন্ন প্রকল্পের ঋণ প্রদান ও ব্যাঙ্কের সামাজিক দায়বদ্ধতার এক অনুষ্ঠানে একথা বলেন সমাজকল্যাণ ও সমাজশিক্ষা মন্ত্রী সান্তনা চাকমা৷ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রধান অতিথি সমাজকল্যাণ ও সমাজশিক্ষা মন্ত্রী বলেন, গ্রামীণ ব্যাঙ্ক ব্যবসার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার অনেক নজির রেখেছে৷

আমাদের সরকার গ্রামীণ ব্যাঙ্কের এই জাতীয় কর্মসূচিকে উৎসাহ দিতে চায়৷ তিনি বলেন, বর্তমান সরকারের উদ্দেশ্য মানুষের আয় বাড়ানো, মহিলাদের স্বশক্তিকরণের মাধ্যমে তাদের এগিয়ে যেতে সহায়তা করা৷ তারজন্য অনেক প্রকল্প হাতে নেওয়া হয়েছে৷ স্বসহায়ক দলের মাধ্যমে মহিলাদের আত্মনির্ভর হতে সহায়তা করা হচ্ছে৷ মানুষের জীবনমান উন্নয়নের জন্য সরকার থেকে গ্রামা’লের গরীব অংশের মানুষদের জন্য গৃহ, পানীয়জল, শৌচালয়, বিদ্যতের ব্যবস্থা করা হয়েছে৷

তিনি বলেন, পেঁচারথল ব্লকের দূরবর্তী এমন কিছু অ’লে এই সরকারের সময়ে বিদ্যৎ পৌঁছে দেওয়া হয়েছে যা আগে কখনও ভাবা যায়নি৷ এটাই হচ্ছে সমাজের অন্তিম ব্যক্তির জন্য প্রক’ত উন্নয়ন৷ ঊনকোটি জিলা পরিষদের সভাধিপতি অমলেন্দ দাস বলেন, গ্রামীণ ব্যাঙ্কের উদ্যোগে এই অনুষ্ঠান প্রতি ঘরে সুুশাসন কর্মসূচিরই অঙ্গ৷ তিনি বলেন, গ্রামীণ ব্যাঙ্ক প্রতি ঘরে সুুশাসনের শিবিরগুলিতেও অংশ নিচ্ছে স্বসহায়ক দল ও ব্যক্তিগত ছোট ছোট উদ্যোগীদের ব্যবসায় ঋণ প্রদানের মাধ্যমে সহায়তা করতে৷

ঋণ গ্রহীতাদেরও তেমনি সময়মতো ঋণের কিস্তি প্রদান করে ব্যাঙ্ককে সহায়তা করতে হবে৷ তাহলে অন্যদেরও ঋণ পাওয়ার কোনও সমস্যা হবে না৷ অনুষ্ঠানে এছাড়া বক্তব্য রাখেন ত্রিপুরা গ্রামীণ ব্যাঙ্কের চেয়ারম্যান সত্যেন্দ্র সিং ও পেঁচারথল ব্লকের বিডিও সাগর দেববর্মা৷ স্বাগত বক্তব্য রাখেন গ্রামীণ ব্যাঙ্কের রিজিওনাল ম্যানেজার (উত্তর) শুভঙ্কর চৌধুরী৷ সভাপতিত্ব করেন পেঁচারথল বিএসির চেয়ারম্যান সজল চাকমা৷

উপস্থিত ছিলেন ডিসিএম অভিজিৎ দাস ও ত্রিপুরা গ্রামীণ ব্যাঙ্কের চিফ ম্যানেজার শৈলেশ বিশ্বর’ন৷ অনুষ্ঠানে অতিথিগণ পেঁচারথল ব্লকের অন্তর্গত ১২টি স্বসহায়ক দলের হাতে ঋণের ম’রিপত্র, ৩ জনকে স্বাবলম্বন প্রকল্পে ঋণের ম’রি, প্রধানমন্ত্রী মুদ্রা যোজনায় ২ জনকে ঋণ ও ৫০ জন সুুবিধাভোগীকে শীতব’ প্রদান করেন৷ এছাড়া পেঁচারথল ব্লক থেকে জমচাষে সহায়তার জন্য ৩৩ জনকে ১ হাজার ১৯৫ টাকা করে আর্থিক সহায়তা করা হয়৷

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *