রাজ্যের প্রান্তিক জনপদের মানুষকে আত্মনির্ভর করে তুলতে সরকার উদ্যোগ নিয়েছে : মৎস্যমন্ত্রী

অনলাইন ডেস্ক, ১০ নভেম্বর।। রাজ্যের প্রান্তিক জনপদের মানুষকে আত্মনির্ভর করে তুলতে সরকার উদ্যোগ নিয়েছে৷ সমাজের অন্তিম ব্যক্তির কাছে সরকারি প্রকল্প ও পরিষেবার সুুযোগ পৌঁছে দিতে রাজ্যের প্রতিটি গ্রাম প’ায়েত ও ভিলেজে সুুশাসন শিবির এবং বিকাশ মেলার আয়োজন করা হচ্ছে৷ এতে গ্রামীণ এলাকার মানুষ খুব সহজেই প্রকল্প ও পরিষেবার সুুযোগ নিতে পারছেন৷

সম্পতি পদ্মবিল ব্লকভিত্তিক সুুশাসন শিবিরের উদ্বোধন করে মৎস্যমন্ত্রী প্রেমকুমার রিয়াং একথা বলেন৷ সুুশাসন শিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক প্রশান্ত দেববর্মা, পদ্মবিল বিএসির ভাইস চেয়ারম্যান সুুরজিৎ দেববর্মা, খোয়াই জেলার জেলাশাসক দিলীপ কুমার চাকমা, পদ্মবিল ব্লকের বিডিও স্বরূপা রিয়াং এবং বিভিন্ন দপ্তরের আধিকারিকগণ৷ ব্লকভিত্তিক সুুশাসন শিবিরে বিভিন্ন দপ্তর থেকে ১৫টি স্টল খোলা হয়৷

ব্লকভিত্তিক সুুশাসন শিবিরে ত্রিপুরা গ্রামীণ জীবিকা মিশন থেকে ৩টি স্বসহায়ক দলকে ৭ লক্ষ টাকার ঋণ দেওয়া হয়েছে৷ প্রধানমন্ত্রী আবাস যোজনা-গ্রামীণ প্রকল্পে ৩ জন সুুবিধাভোগীকে পাকা আবাস নির্মাণের জন্য প্রথম কিস্তির ৪৮ হাজার টাকার চেক দেওয়া হয়৷ শিবিরে ১৮ জন দিব্যাঙ্গজনকে সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তর থেকে চলন ও সহায়ক সামগ্রী দেওয়া হয়৷

ক’ষি দপ্তর থেকে ৫১ জন ক’ষককে নারিকেল, গোলমরিচ চাষে সহায়তা, সয়েল হেলথ কার্ড, প্যাডি উইডার, স্পে মেশিন দেওয়া হয়েছে৷ বন দপ্তর থেকে আগর, লেবু, জলপাই গাছের চারা বিতরণ করা হয়৷ প্রাণীসম্পদ বিকাশ দপ্তর থেকে ৪ জন সুুবিধাভোগীকে শূকর পালনে ও মৎস্য দপ্তর থেকে ৪ জন সুুবিধাভোগীকে সুুসংহত মৎস্যচাষে সহায়তা দেওয়া হয়েছে৷ তাছাড়াও শিবিরে মহকুমা প্রশাসন থেকে পিআরটিসি, এসটি, ইনকাম সার্টিফিকেট দেওয়া হয়৷

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *