বর্তমান রাজ্য সরকার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে : মুখ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক, ১০ নভেম্বর।। ত্রিপুরাকে নেশামুক্ত করার লক্ষ্যে সবাইকে একযোগে এগিয়ে আসা প্রয়োজন৷ বর্তমান রাজ্য সরকার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে৷ আজ সচিবালয়ের ২নং সভাকক্ষে অনুষ্ঠিত নারকো কো-অর্ডিনেশন সেন্টারের রাজ্যভিত্তিক সভায় একথা বলেন মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা৷

তিনি বলেন, সম্পতি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণের কথা উল্লেখ করেছেন৷ রাজ্য সরকারও সেই দ’ষ্টিভঙ্গি নিয়ে কাজ করছে৷ আলোচনাকালে মুখ্যমন্ত্রী মাদকের বিরুদ্ধে রাজ্য সরকারের দ’ষ্টিভঙ্গি তুলে ধরেন৷ নেশা মুক্ত ত্রিপুরার গড়ার ক্ষেত্রে সংশ্লিষ্ট দপ্তরগুলির মধ্যে সমন্বয় রেখে কাজ করার পরামর্শ দেন তিনি৷

মুখ্যমন্ত্রী নাকা এলাকাগুলিতে স্ক্যানারের প্রয়োজনীয়তা সহ ডগ স্কোয়াডের ব্যবহার ব’দ্ধি করা এবং এদের প্রশিক্ষণের বিষয়ে বিশেষভাবে গুরুত্বারোপ করেছেন৷ নেশা কারবারের সাথে যুক্ত হয়ে যারা বিভিন্নভাবে বিশাল অর্থ ও সম্পত্তি গড়ে তুলেছে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথাও তিনি উল্লেখ করেন৷ সভায় মুখ্যসচিব জে কে সিনহা বলেন, নেশামুক্ত ত্রিপুরা অভিযানে ত্রিপুরার পারফরমেন্স সন্তোষজনক৷ তিনি বলেন, মাদকের ক্ষেত্রে কোন ধরণের আপোষ করা হবে না৷

এক্ষেত্রে তিনি নারকোটি’ কন্ট্রোল ব্যুরোর সহযোগিতা চেয়েছেন৷ আলোচনাকালে তিনি রাজ্যের ফরেন্সিক সায়েন্স লেবেরোটরির উল্লেখযোগ্য কাজের কথাও উল্লেখ করেন৷ সভায় কলকাতাস্থিত নারকোটি’ কন্ট্রোল ব্যুরোর পূর্বা’লের ডেপুটি ডিরেক্টর জেনারেল মনিকা আশিস বাত্রা বলেন, রাজ্যে নারকোটি’ কন্ট্রোল ব্যুরোর জোনাল অফিস খোলার বিষয়ে কেন্দ্রীয় সরকার সম্মতি দিয়েছেন৷

শীঘই এই জোনাল অফিস চালু করার উদ্যোগ নেওয়া হবে৷ এছাড়া এদিনের সভায় রাজ্য পুলিশের পুলিশ মহানির্দেশক অমিতাভ র’ন মাদক বিরোধী অভিযানে আরক্ষা প্রশাসনের ভূমিকা সম্পর্কে আলোচনা করেন৷ সভায় রাজ্য প্রশাসনের সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের প্রধান সচিব, সচিবগণ, সহ গুয়াহাটিস্থিত নারকোটি’ কন্ট্রোল ব্যুরোর জোনাল ডিরেক্টর সুুধাংশু কুমার সিংহ আলোচনায় অংশ নেন৷

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *