ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস হলে ১২-১৩ নভেম্বর নর্থ ইস্ট ডিসেবিলিটি সামিট-২০২২ অনুষ্ঠিত হবে

অনলাইন ডেস্ক, ১০ নভেম্বর।। ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস হলে আগামী ১২-১৩ নভেম্বর নর্থ ইস্ট ডিসেবিলিটি সামিট-২০২২ অনুষ্ঠিত হবে৷ এই সামিটে রাজ্যে স্থায়ীভাবে বসবাসকারী ১৮-৬০ বছরের দিব্যাঙ্গজনদের (নূ্যনতম ৪০ শতাংশ) ন্যাশনাল হ্যাণ্ডিক্যাপড ফিনান্স অ্যাণ্ড ডেভেলপমেন্ট কর্পোরেশনের আর্থিক সহায়তায় ত্রিপুরা তপশিলি জাতি সমবায় উন্নয়ন নিগম লিমিটেড শর্ত সাপেক্ষে ঋণ দেওয়া হবে৷ বিভিন্ন ব্যাঙ্ক ও ইমপ্লিমেন্টিং এজেন্সির মাধ্যমে এই ঋণ দেওয়া হবে৷

ব্যাঙ্ক ও ইমপ্লিমেন্টিং এজেন্সিগুলি হলো আইডিবিআই ব্যাঙ্ক, পা’াব ন্যাশনাল ব্যাঙ্ক, ত্রিপুরা গ্রামীণ ব্যাঙ্ক ও ত্রিপুরা শিডিউল্ড কাস্টস কো-অপারেটিভ ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড৷ ঋণ গ্রহণে ইচ্ছক দিব্যাঙ্গজনদের (নূ্যনতম ৪০ শতাংশ) আগামী ১২-১৩ নভেম্বর ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত নর্থ ইস্ট ডিসেবিলিটি সামিটে সকাল ১০টায় উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হচ্ছে৷

ঋণ গ্রহণে ইচ্ছক দিব্যাঙ্গজনদের সিটিজেনশিপ বা পিআরটিসি, দিব্যাঙ্গজন শংসাপত্র ও বয়সের প্রমাণপত্র সাথে আনতে হবে৷ ত্রিপুরা তপশিলি জাতি সমবায় উন্নয়ন নিগম লিমিটেডের জেনারেল ম্যানেজার এক প্রেস রিলিজে এই সংবাদ জানিয়েছেন৷

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *