খসড়া ভোটার তালিকায় রাজ্যে মোট ভোটারের সংখ্যা ২৭,৩৩,৮৯১ জন : সিইও

স্টাফ রিপোর্টার, আগরতলা, ৯ নভেম্বর।। ভারতের নির্বাচন কমিশনের ঘোষিত নির্ঘন্ট অনুযায়ী ১ জানুয়ারি, ২০২৩-কে ভিত্তি বছর ধরে রাজ্যের ৬০টি বিধানসভা নির্বাচন ক্ষেত্রের খসড়া ভোটার তালিকা আজ প্রকাশিত হয়েছে৷ প্রকাশিত খসড়া ভোটার তালিকায় মোট ভোটারের সংখ্যা ২৭,৩৩,৮৯১ জন৷

এর মধ্যে পুরুষ ভোটার ১৩,৮০,১৮১ জন এবং মহিলা ভোটার ১৩,৫৩,৬৬৪ জন৷ ত’তীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৪৬ জন৷ খসড়া ভোটার তালিকায় অন্তর্ভক্ত সার্ভিস ভোটারের সংখ্যা ১০,৩৪৯ জন৷ এর মধ্যে পুরুষ ভোটার ১০,১৬৫ জন এবং মহিলা ভোটার ১৮৪ জন৷ আজ সচিবালয়ের প্রেস কনফারেন্স হলে এক সাংবাদিক সম্মেলনে মুখ্য নির্বাচন আধিকারিক কিরণ গিত্যে এই সংবাদ জানান৷

তিনি জানান, খসড়া ভোটার তালিকার প্রতিলিপি ৩,৩২৮টি ভোট কেন্দ্রে, সমস্ত তহশীল অফিসে, নির্বাচক নিবন্ধন আধিকারিকের (মহকুমা শাসকের অফিস) অফিস এবং জেলা নির্বাচন আধিকারিকের (ডি এম) অফিসে পাওয়া যাবে৷ তাছাড়া মুখ্য নির্বাচন আধিকারিক, ত্রিপুরার ওয়েবসাইট ন্দ্রন্দ্রন্দ্রঙত্বত্র এ খসড়া ভোটার তালিকার প্রতিলিপি পরিদর্শনের জন্য দেখা যাবে৷

মুখ্য নির্বাচন আধিকারিক জানান, খসড়া ভোটার তালিকার উপর দাবি ও আপত্তি জানানোর সময়সীমা ৯ নভেম্বর, ২০২২ থেকে ৮ ডিসেম্বর, ২০২২ পর্যন্ত৷ দাবি ও আপত্তিসমূহ নিপত্তির সময়সীমা ২৬ ডিসেম্বর, ২০২২ পর্যন্ত৷ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে আগামী ৫ জানুয়ারি, ২০২৩৷ খসড়া ভোটার তালিকার উপর বিশেষ প্রচার অভিযান করা হবে ১৯ ও ২০ নভেম্বর, ২০২২, এবং ৩ ও ৪ ডিসেম্বর, ২০২২৷ সাংবাদিক সম্মেলনে মুখ্য নির্বাচন আধিকারিক জানান, ১ জানুয়ারি, ২০২৩ এ যাদের বয়স ১৮ বছর পূর্ণ হয়ে যাবে তারা তাদের ভোটারধিকার প্রয়োগ করতে পারবেন৷

তিনি আরও জানান, ১৭ বছর পূর্ণ হয়েছে, কিন্তু ১৮ বছর পূর্ণ হয়নি এমন যুবক যুবতীরা এখন থেকে ভোটার তালিকায় নাম অর্ন্তভুক্ত করার জন্য আগাম আবেদন করতে পারবেন৷ ১৭ এবং ১৮ উর্দ্ধ বয়সীদের ভোটার তালিকায় নাম অর্ন্তভুক্তির জন্য মহকুমা শাসকদের উদ্যোগে দ্বাদশ শ্রেণী বিদ্যালয় এবং ডিগ্রি কলেজগুলিতেও বিশেষ শিবিরের আয়োজন করা হবে৷ তাছাড়াও বিএলও-রা বাড়ি বাড়ি গিয়ে এই সমস্ত ভোটারদের নাম অর্ন্তভুক্তির জন্য উদ্যোগ নেবেন বলে জানান মুখ্য নির্বাচন আধিকারিক৷

তিনি জানান, ব পুনর্বাসিত শিবিরগুলিতেও ভোটার তালিকায় নাম অর্ন্তভুক্ত করার কাজ অব্যাহত রয়েছে৷ স্পেশাল সামারি রিভিশনের অংশ হিসেবে ভোটারদের মধ্যে সচেতনতার লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে৷ এবছরের নির্বাচন কমিশনের মূল ভাবনা হচ্ছে ’পার্র্টিসিপেটিভ ইলেকশন’৷ সাংবাদিক সম্মেলনে খসড়া ভোটার তালিকা সংক্রান্ত একটি তথ্য সম্বলিত রূপরেখা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে তুলে ধরেন মুখ্য নির্বাচন আধিকারিক কিরণ গিত্যে৷ অতিরিক্ত মুখ্য নির্বাচন আধিকারিক ঊষাজেন মগও সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন৷

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *