আরও ৩০ হাজার মানুষকে সামাজিক সুুরক্ষা প্রদানে মুখ্যমন্ত্রী সামাজিক সহায়তা প্রকল্প নামে নতুন প্রকল্পের সূচনা

স্টাফ রিপোর্টার, আগরতলা, ৯ নভেম্বর।। রাজ্য সরকারের উদ্যোগে আরও ৩০ হাজার মানুষকে সামাজিক সুুরক্ষা প্রদানে আজ মুখ্যমন্ত্রী সামাজিক সহায়তা প্রকল্প নামে নতুন প্রকল্পের সূচনা করা হয়েছে৷ সমাজকল্যাণ ও সমাজশিক্ষা এবং শ্রম দপ্তরের যৌথ উদ্যোগে রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আয়োজিত রাজ্যভিত্তিক লাভার্থী সম্মেলনের উদ্বোধন করে এই প্রকল্পের সূচনা করেন মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা৷

অনুষ্ঠানে রাজ্য ও কেন্দ্র সরকারের বিভিন্ন প্রকল্পের সুুবিধাভোগীদের সাথে মুখ্যমন্ত্রী সহ অন্যান্য অতিথিগণ সরাসরি মতবিনিময়ের মাধ্যমে তাদের অভি’তা সম্পর্কে অবহিত হন৷ অনুষ্ঠানে সারা রাজ্য থেকে বিভিন্ন প্রকল্পের সুুবিধাভোগীরা এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন৷

উল্লেখ্য, মুখ্যমন্ত্রী সামাজিক সহায়তা প্রকল্পে ৬০ বছর বা এর উর্ধ ব্যক্তিকে বয়স্কভাতা, যে কোনও বয়সের ক্যান্সার, এইডস এবং কুষ্ঠ রোগী, বিধবা, আইনগতভাবে বিবাহ বিচ্ছেদ হয়েছে এমন মহিলা, ৪৫ বছরের উর্ধের অবিবাহিত মহিলা, অসংগঠিত শ্রমিক এবং ৬০ শতাংশ বা তার বেশি দিব্যাঙ্গজনদের ২ হাজার টাকা করে ভাতা প্রদান করা হবে৷ লাভার্থী সম্মেলন আয়োজনের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, এই সরকার কথার চেয়ে কাজে বেশি বিশ্বাসী৷ রাজ্যের প্রত্যেক মানুষের মৌলিক চাহিদাগুলি পূরণের মাধ্যমে সামাজিক ও অর্থনৈতিক জীবনমান উন্নয়নে সরকার প্রথম থেকেই কাজ করছে৷

বর্তমান সরকার স্বচ্ছ দৃষ্টিভঙ্গি এবং আইনের পথেই রাজ্যকে পরিচালনা করে চলেছে৷ প্রতি ঘরে সুুশাসন কর্মসূচিতে কেন্দ্র এবং রাজ্য সরকারের বিভিন্ন পরিকল্পনাগুলির সুুবিধা ১০০ শতাংশ যোগ্য সুুবিধাভোগীরা যাতে লাভ করতে পারেন তারজন্য প্রশাসন কাজ করে চলেছে৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নির্দেশিত পথেই রাজ্য এবং দেশকে আত্মনির্ভর করার জন্য সরকার এবং প্রশাসন কাজ করে চলেছে৷ রাজ্যের সড়ক, রেল, বিমান যোগাযোগ ব্যবস্থার যেমন উন্নয়ন হয়েছে তেমনি বোধজংনগরে নতুনভাবে শিল্প পরিকাঠামো গড়ে উঠেছে৷

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা বলেন, সমাজ ও সরকার কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলেই উন্নয়ন সম্ভব৷ এই সরকার মানুষের আশা-আকাঙ্ক্ষা পূরণের জন্য দায়বদ্ধ৷ বর্তমান সরকার মেলা করে সাধারণ মানুষকে বিভিন্ন সরকারি সুুযোগ সুুবিধা প্রদান করছে৷ বিগত সরকারের আমলে এই ধরনের চিন্তাধারা ছিল অকল্পনীয়৷

বর্তমানে দলমত নির্বিশেষে সরকারি সুুযোগ সুুবিধা প্রদান করা হচ্ছে৷ তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মতে রাজনীতির উর্ধে হলো রাষ্ট্রনীতি৷ এই সরকার রাষ্ট্রনীতিতে বিশ্বাসী হয়ে রাজ্য পরিচালনা করছে৷ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রকের প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক বলেন, সশক্ত মা-ই গড়তে পারেন শক্তিশালী ভারত৷ তাই বর্তমানে চালু সরকারি প্রকল্পগুলিতে প্রধান সুুবিধাভোগী হিসেবে মহিলাদেরই প্রাধান্য দেওয়া হচ্ছে৷

সমাজের অন্তিম ব্যক্তি পর্যন্ত সরকারের সকল সুুবিধাগুলি পৌঁছে দেওয়াই বর্তমান সরকারের লক্ষ্য৷ আজকের মতবিনিময়ে মনুবাজার মহিলা ক্লাস্টারের বিন্দ দেবনাথ, মৎস্যচাষী হরিনাথ দেববর্মা, দিব্যাঙ্গন সাঁতারু বিনিত রায়, স্বরোজগারী স্বাত্বিক চক্রবর্তী, ক’ষক পরমানন্দ সেন প্রমুখ অংশগ্রহণ করেন৷ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ ও সমাজশিক্ষা মন্ত্রী সান্তনা চাকমা, শ্রমমন্ত্রী ভগবান চন্দ্র দাস, মুখ্যসচিব জে কে সিনহা৷ স্বাগত বক্তব্য রাখেন সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের সচিব অভিষেক সিং৷ অনুষ্ঠান উপলক্ষে একটি তথ্যচিত্রও প্রদর্শন করা হয়৷ উল্লেখ্য, এই ধরনের সম্মেলন জেলা থেকে ব্লকস্তর পর্যন্ত আয়োজন করা হবে৷ অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের প্রদর্শনী স্টল খোলা হয়৷

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *