সোশাল মিডিয়ার উপার্জন থেকেই তো বাড়ির ইএমআই দেন, বাকিটা হাতখরচ জাহ্নবীর

অনলাইন ডেস্ক, ৯ নভেম্বর।। পর্দায় পাশের বাড়ির মেয়ে। কিন্তু বাস্তব জীবনে বনি কাপুরের চোখের মণি জাহ্নবী। মুখ ফুটে বলার আগেই সব কিছু সামনে পেয়েছেন তিনি। বাবা বনি জানান, ছোট থেকে মাকে না দেখলেই ঠোঁট ফোলাত জাহ্নবী। শ্রীদেবীকে ছাড়া এক মুহূর্ত থাকতেন না। সেই মেয়েই বড় হয়ে মাকে ছাড়া এখন কেমন স্বাবলম্বী! তিনি আর ‘শ্রীদেবীকন্যা’ নন, অভিনেত্রী হিসাবেই নিজেকে প্রমাণ করেছেন ইন্ডাস্ট্রিতে।

শুধু তা-ই নয়, মাথায় তার বুদ্ধিও খেলে ভালোই। কাজের ফাঁকে সোশাল মিডিয়ায় যা পোস্ট করেন জাহ্নবী, তা সবই নাকি উদ্দেশ্যপ্রণোদিত! ‘মিলি’ মুক্তির পর এক সাক্ষাৎকারে অভিনেত্রী নিজেই ফাঁস করলেন সে কথা। জানালেন, সোশাল মিডিয়ার উপার্জন থেকেই তো বাড়ির ইএমআই দেন। বাকিটা হাতখরচ।

সম্প্রতি তার সম্পর্কে মানুষের ধারণা নিয়েও মুখ খুললেন জাহ্নবী। বললেন, ‘অনেক সময়েই লোককে বলতে শুনেছি, আমি আর আমার পর্দায় উপস্থিতি এক নয়। এমনিতে আমার চটক রয়েছে। এদিকে পর্দায় সাদামাটা তরুণীর চরিত্রে। আমি বলব, সেটাই তো শিল্প! সেটাই আমার কাজ। এই হিসেবনিকেশ না করাই তো ভালো। আমায় যদি কোনো পার্টিতে মণীশ মালহোত্রের শাড়িতে দেখে চমকে যান, তা হলে মুশকিল। ছবিতে তো কুর্তি পরে দেখবেনই। দুটো এক হয় কিভাবে!’

এর পরই জাহ্নবীর দাবি, সোশাল মিডিয়া মজা করেই ব্যবহার করেন। এতে ইএমআই দিতে সুবিধে হয়। কী রকম? জাহ্নবীর কথায়, আমায় যদি পাঁচটা লোকের ‘কিউট’ মনে হয়, তা হলে আরো বেশি বেশি নজরে আসব। বেশি লোকে লাইক করবে আমার ছবি। তা থেকে কয়েকটা সংস্থার প্রস্তাব আসবে। মোটের উপর ধারের কিস্তি মেটানো সহজ হবে আমার পক্ষেই।’

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *