অনলাইন ডেস্ক, ৯ নভেম্বর।। ধনকুবের ইলন মাস্ক তার ইলেকট্রিক গাড়ির কোম্পানি টেসলার শেয়ার আবারও বিক্রি করেছেন। সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, বুধবার ইলন মাস্ক টেসলার প্রায় ৪ বিলিয়ন ডলারের শেয়ার বিক্রি করেছেন।
বিনিয়োগকারীরাও টেসলার শেয়ার বিক্রি করছে। জানা গেছে, কোম্পানিটির শেয়ার ১৭ মাসের মধ্যে এই প্রথম সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে।
চলতি বছরই টেসলা কোম্পানির শেয়ারের প্রায় ২০ বিলিয়ন ডলার অফলোড করেছেন মাস্ক। টুইটার কিনে নেওয়ার জন্য ৪৪ বিলিয়ন ডলার খরচ করেছিলেন ইলন মাস্ক। সেই বিনিয়োগে পুঁজি জোগাতে এই বিপুল পরিমাণ টেসলার শেয়ার অফলোড করা হয়েছে বলে অনুমান।
তারপর ফের একবার ৩.৪ বিলিয়ন ডলারের টেসলা শেয়ার বিক্রি করেছেন তিনি। এর আগে ইলন মাস্ক চলতি বছর এপ্রিল মাসে ৮.৪ বিলিয়ন ডলারের শেয়ার বিক্রি করেছিলেন। তারপর আগস্ট মাসে বিক্রি করেছিলেন ৬.৯ বিলিয়ন ডলারের শেয়ার।
সেই সময় টুইট করে টেসলার কর্ণধার জানিয়েছিলেন যে এরপর আর টেসলা কোম্পানির কোনো শেয়ার বিক্রির পরিকল্পনা নেই তার। তবে আগস্ট মাসে শেয়ার বিক্রির পর ফের টেসলার শেয়ার বিক্রি করেছিলেন ইলন মাস্ক।
গত ২৯ অক্টোবর আনুষ্ঠানিকভাবে টুইটারের দায়িত্ব নেন ইলন মাস্ক। তারপর থেকেই একের পর পরিবর্তন হয়েছে এই মাইক্রোব্লগিং প্ল্যাটফর্মে। দায়িত্ব নেওয়ার পরেই ব্যাপক হারে কর্মী ছাঁটাই করেছেন ইলন মাস্ক।