মুখ্য নির্বাচন আধিকারিক কার্যালয়ের উদ্যোগে সচেতনতামূলক সাইকেল রেলী আগরতলায়

স্টাফ রিপোর্টার, আগরতলা, ৯ নভেম্বর।। ‘নো ভোটার টু বি লেফ বিহাইন্ড’ এই ভাবনাকে সামনে রেখে ‘প্যাডেল ফর পার্টিসিপেটিভ ইলেকশন’ নামে আজ মুখ্য নির্বাচন আধিকারিক কার্যালয়ের উদ্যোগে এক সচেতনতামূলক সাইকেল যা লি আগরতলা শহরে অনুষ্ঠিত হয়৷

এই সাইকেল যা লিতে উপস্থিত ছিলেন মুখ্যসচিব জে কে সিনহা, মুখ্য নির্বাচন আধিকারিক কিরণ গিত্যে, পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক ও সমাহর্তা দেবপ্রিয় বর্ধন সহ অন্যান্য আধিকারিকগণ৷ সাইকেল যা লিটি উমাকান্ত মাঠ থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে আবার উমাকান্ত মাঠে এসে সমাপ্ত হয়৷

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যসচিব জে কে সিনহা বলেন, নির্বাচন মহোৎসবে অংশগ্রহণ করতে হলে ভোটার তালিকায় নাম নথিভুক্ত করা আবশ্যক৷ যুব সমাজের কাছে এই বার্তা ছড়িয়ে দেওয়ার জন্য তিনি সকলের প্রতি আবেদন জানান৷ মুখ্য নির্বাচন আধিকারিক কিরণ গিত্যে বলেন, ভারতের নির্বাচন কমিশনের নির্দেশ অনুসারে ১ জানুয়ারি, ২০২৩ সালকে ভিত্তি বছর ধরে যাদের বয়স ১৮ বছর পূর্ণ হয়েছে তাদের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করে ত্রিপুরার ৬০টি বিধানসভা কেন্দ্রের খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে৷

একজন ভোটারও যেন বাদ না পড়ে, এই লক্ষ্যে কাজ করছে কমিশন৷ ভোটারদের সচেতন করার লক্ষ্যে এই প্রচার অভিযান৷ তিনি বলেন, আজ থেকে বুথ স্তরে এবং মহকুমা শাসক কার্যালয়ে গিয়ে ভোটার তালিকায় নাম সংশোধন, অন্তর্ভুক্তকরণ এবং স্থানান্তর করা যাবে৷

তিনি আরও বলেন, ১৭ উর্ধ যুবক-যুবতীরা যাদের ২০২৩ সালের ১ এপ্রিল, ১ জুলাই এবং ১ অক্টোবর বয়স ১৮ বছর পূর্ণ হবে তারা ভোটার তালিকায় নাম নথিভুক্ত করার জন্য অগ্রিম আবেদন করতে পারবেন৷ যা লি শেষে নির্বাচন কমিশনের পক্ষ থেকে অংশগ্রহণকারীদের শংসাপত্র তুলে দেওয়া হয়৷

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *