ত্রিপুরা উচ্চ আদালত ছাড়াও রাজ্যের সব জেলা এবং মহকুমা আদালত চত্বরে ১২ নভেম্বর লোক আদালত বসবে

স্টাফ রিপোর্টার, আগরতলা, ৯ নভেম্বর।। আগামী ১২ নভেম্বর রাজ্যে বসছে জাতীয় লোক আদালত৷ সকাল ১০টা থেকে শুরু হবে আদালতের কাজ৷ ত্রিপুরা উচ্চ আদালত ছাড়াও রাজ্যের সব জেলা এবং মহকুমা আদালত চত্বরে ১২ নভেম্বর এই লোক আদালত বসবে৷ মোট ৫৪টি বেে’ ৬,৫৫৭টি মামলা নিপত্তির জন্য তোলা হবে৷

এরমধ্যে মামলা পূর্ববর্তী বিরোধ সংক্রান্ত ৫,২২৯টি বিষয় এবং আদালতে বিচারাধীন ১,৩২৮টি মামলা রয়েছে৷ জাতীয় লোক আদালতে ব্যাঙ্ক ঋণ পরিশোধ সংক্রান্ত ৪,২২৯টি মামলা, মোটর দুর্ঘটনায় ক্ষতিপূরণ মামলা ২০২টি, জমির অধিগ্রহণ সংক্রান্ত ৪টি মামলা, দূরস’ার নিগমের অনাদায়ী বিল সংক্রান্ত বিরোধের ১,০০০টি মামলা, আপোষযোগ্য ফৌজদারি বিরোধের ৮৫৯টি মামলা, বৈবাহিক বিরোধের ৯৮টি মামলা, চেক বাউন্স সংক্রান্ত ৯১টি মামলা এবং অন্যান্য দেওয়ানি সংক্রান্ত ৫১টি মামলা নিপত্তির জন্য তোলা হবে৷

এরমধ্যে ত্রিপুরা উচ্চ আদালতে একটি বে’ বসবে৷ এই বেে’ ২৭টি মামলা নিপত্তির জন্য তোলা হবে৷ লোক আদালতে সবচেয়ে বেশি ১২টি বে’ বসবে আগরতলা আদালত চত্বরে৷ ইতিমধ্যে মামলার পক্ষ-বিপক্ষ / উভয়পক্ষকে নোটিশ দেওয়া হয়েছে৷ আদালত চত্বরে নাগরিকদের জন্য হেল্প ডেস্ক থাকবে৷

প্যারা লিগ্যাল ভলান্টিয়াররা আদালত চত্বরে নোটিশপ্রাপ্ত হয়ে আসা লোকজনের সাহায্য করবেন৷ ত্রিপুরা রাজ্য আইনসেবা কর্ত’পক্ষের সদস্য সচিব স’য় ভ-াচার্য দ্রত ও বিনা আইনি খরচে সংশ্লিষ্ট সবাইকে মামলা নিপত্তির সুুবিধা নিতে অনুরোধ করেছেন৷

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *