মহারাণী তুলীবতী বালিকা বিদ্যালয়ের ক্যাম্পাস হলে পশ্চিম জেলাভিত্তিক দু’দিনব্যাপী কলা উৎসবের সূচনা হল

স্টাফ রিপোর্টার, আগরতলা, ৯ নভেম্বর।। পশ্চিম জেলাভিত্তিক দু’দিনব্যাপী কলা উৎসবের আজ সূচনা হয়েছে৷ মহারাণী তুলীবতী বালিকা বিদ্যালয়ের ক্যাম্পাস হলে আয়োজিত এই উৎসবের উদ্বোধন করেন পশ্চিম ত্রিপুরা জিলা পরিষদের সভাধিপতি অন্তরা সরকার দেব৷

সমগ্র শিক্ষার পশ্চিম জেলা প্রোজেক্ট কো-অর্ডিনেটরের উদ্যোগে আয়োজিত এই কলা উৎসবের উদ্বোধন করে সভাধিপতি শ্রীমতি সরকার বলেন, এটা খুব গর্বের বিষয় যে বর্তমানে আমাদের র্যাজের অনেক ক’তি ছেলেমেয়ে পড়াশুনার পাশাপাশি বিভিন্ন সাংস্ক’তিক ও ক্রীড়া প্রতিযোগিতার জাতীয়স্তরে অংশগ্রহণ করে নিজেও সম্মান অর্জন করছে এবং রাজ্যের মুখও উজ্জল করছে৷ তবে এই সংখ্যাটা খুব একটা বেশি নয়৷

এইসব প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে যোগদানের জন্য আরও বেশি ছেলেমেয়েদের এগিয়ে নিয়ে আসতে হবে এবং এইসব বিষয়ে তাদের আগ্রহী করে তুলতে হবে৷ তাদের মধ্যে থাকা সুুপ্ত প্রতিভার বিকাশ ঘটাতে হবে৷ তিনি বলেন, কলা উৎসব এই প্রতিভা বিকাশের একটি উত্তম মাধ্যম৷

আমাদের ছেলেমেয়েরা যাতে ভুলপথে না যায় এবং নিজেদের জীবনকে সুুপ্রতিষ্ঠিত করতে পারে সেই সবের দিকে লক্ষ্য রেখেই সরকারিভাবে এইসব অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে৷ সরকারের এই উদ্দেশ্যকে বাস্তবরূপ দেওয়াই হচ্ছে আমাদের সকলের লক্ষ্য ও দায়িত্ব৷ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উচ্চ শিক্ষা দপ্তরের অধিকর্তা এনসি শর্মা এবং সমগ্র শিক্ষা ও প্রাথমিক শিক্ষা অধিকর্তা বিম্বিসার ভ-াচার্য৷ স্বাগত বক্তব্য রাখেন সমগ্র শিক্ষা পশ্চিম জেলা প্রোজেক্ট কো-অর্ডিনেটর রূপেন রায়৷

সভাপতিত্ব করেন তুলসীবতী বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক নন্দন সরকার৷ উদ্বোধনী সংগীত পরিবেশন করে তুলসীবতী বালিকা বিদ্যালয়ের ছাত্রীরা৷ দু’দিনব্যাপী আয়োজিত এই কলা উৎসবে ১০টি সাংস্ক’তিক ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে৷ জেলার বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে৷ প্রথমদিনে ক্লাসিক্যাল এবং ট্রেডিশন্যাল সংগীত ও নৃত্য, যন্ত্র সংগীত, একক অভিনয়, ভিসু্যুয়েল আর্ট এবং পুতুল নাচ ও খেলা এই বিষয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে৷

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *