অনলাইন ডেস্ক, ২ নভেম্বর।। সপ্তম ওভারে তাসকিনের হাতে বল তুলে দিয়েছিলেন টাইগার অধিনায়ক সাকিব। পঞ্চম বলে ব্যাক অব দ্য লেংথের বলটি মিড উইকেটে ঠেলে একটি রান নিলেন। ব্যক্তিগত ১৬ রান স্পর্শের পাশাপাশি গড়েন নতুন আরেকটি রেকর্ড। টি-টোয়েন্টি বিশ্বকাপের সর্বোচ্চ রান সংগ্রাহক হয়ে যান ভারতের সাবেক এই অধিনায়ক। আর তাতে পেছনে শ্রীলংকার কিংবদন্তী কিংবদন্তি মাহেলা জয়াবর্ধনেকে।
শেষ পর্যন্ত ৬৪ রানে অপরাজিত থেকে কোহলি ১ হাজার ৬৪ রান নিয়ে শীর্ষে উঠে গেছেন। এই রান সংগ্রহ করতে ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণের বিশ্বকাপে তাকে খেলতে হয়েছে ২৫টি ম্যাচ। অন্যদিকে তালিকার দ্বিতীয়তে নেমে যাওয়া মাহেলা জয়াবর্ধনে ৩১ ম্যাচ খেলে করেছিলেন ১ হাজার ১৬ রান। তবে লংকান কিংবদন্তীর টি-টোয়েন্টি বিশ্বকাপে একটি শত রানের ইনিংসও ছিল। ৩৯ গড়ে তার স্ট্রাইক রেট প্রায় ১৩৫।
১১১টি চারের সঙ্গে আছে ২৫টি ছক্কার মার। কিন্তু কোহলির বিশ্বকাপে সর্বোচ্চ ৮৯ রান। যদিও তার গড় আকাশচুম্বি। জয়াবর্ধনে পাঁচটি খেলা অপরাজিত থেকে শেষ করলেও কোহলিকে ১১ ম্যাচে বোলাররা আউট করতে পারেননি। তাতেই প্রায় ৮৯ গড়ে তার স্ট্রাইক রেটটা ১৩২.৫০।
তিনি ৯৭টি চারের পাশাপাশি খেলেছেন ২৭টি ছক্কার মার। এই তালিকার তিনে রয়েছেন ক্যারিবিয়ান ক্রিকেটার ক্রিস গেইল। ৩৩ ম্যাচে ৩৪ গড়ে মোট রান তার ৯৬৫। সর্বোচ্চ ১১৭ রানের অপরাজিত এক ইনিংস। এর পরেই আছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। ৩৭ ম্যাচ খেলে তিনি করেছেন ৯২১ রান। ৩৫ গড়ে তার স্ট্রাইক রেটটা ১২৯.৩৫। সর্বোচ্চ ৭৯ রানের অপরাজিত এক ইনিংস।