লকডাউন থেকে ‘বাঁচতে’ অ্যাপলের আইফোন তৈরির সর্ববৃহৎ কারখানা থেকেই শত শত কর্মী পালাচ্ছে

অনলাইন ডেস্ক, ৩১ অক্টোবর।। অ্যাপলের আইফোন তৈরির সর্ববৃহৎ কারখানা রয়েছে চীনের ঝেংঝউ প্রদেশে। সেই কারখানা থেকেই শত শত কর্মী পালাচ্ছে। এই ঘটনার ভিডিও সম্প্রতি প্রকাশ্যে এসেছে। যা নিয়ে তোলপাড় শুরু হয়েছে বিশ্বজুড়ে। চীনের ঝেংঝউ প্রদেশে কোভিডের সংক্রমণ বাড়তেই কড়া বিধিনিষেধ জারি করেছে প্রশাসন।

এই আবহে লকডাউন থেকে ‘বাঁচতে’ কয়েকশো কিলোমিটার দূরে নিজেদের বাড়ির উদ্দেশে রওনা দিচ্ছেন কর্মীরা। উল্লেখ্য, ঝেংঝউতে ফক্সকন পরিচালিত কারখানা থেকেই বিশ্বের সবচেয়ে বেশি আইফোন তৈরি হয়ে বের হয়। সেখানে লক্ষাধিক কর্মী কাজ করেন বলে জানা গিয়েছে। চীনের বিভিন্ন এলাকা থেকে গিয়ে সেখানে কাজ করেন অনেকেই।

এই পরিস্থিতিতে বিশ্বজুড়ে আইফোনের সরবরাহ ধাক্কা খেতে পারে। এদিকে ফক্সকন জানিয়েছে, কোনও কর্মীকেই তারা কারখানা ছাড়তে বাধা দেবে না। এদিকে যে কর্মীরা কারখানায় রয়েছেন, তাদের এক ঘরের মধ্যেই থাকতে হচ্ছে বলে জানা গিয়েছে। উল্লেখ্য, চীনের‘জিরো কোভিড’ নীতির জেরে সেদেশের সাধারণ মানুষের প্রাণ ওষ্ঠাগত। এরই মাঝে কয়েকদিন আগে জানা যায়, ফক্সকন পরিচালিত এই কারখানার কয়েকজন কোভিড আক্রান্ত হন।

এরপর তাদের কোয়ারেন্টিনে পাঠানো হয়। এই আবহে লকডাউনের বিভীষিকা থেকে বাঁচতে নিজেদের বাড়ি ফেরার সিদ্ধান্ত নিয়েছেন কয়েক হাজার ফক্সকন কর্মী। তবে সরকারের তরফ থেকে কোনও সাহায্য পাচ্ছে না তারা। স্থানীয়রাই রাস্তার ধারে দাঁড়িয়ে থেকে জল, খাবার দিয়ে বিভিন্ন ভাবে সাহায্য করছে ফক্সকন থেকে পালিয়ে যাওয়া কর্মীদের। উল্লেখ্য, চীনের হেনান প্রদেশে অবস্থিত ঝেংঝেউ। হেনানে গত এক সপ্তাহে ১৬৭ জন কোভিড আক্রান্ত হয়েছেন।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *