স্টাফ রিপোর্টার, আগরতলা, ১৭ অক্টোবর।। জাতি-ধর্মের ভেদাভেদের উর্ধে উঠে গিয়ে রক্তদান হল মানব ধর্মের শ্রেষ্ঠ দান। এই রক্তদানের মাধ্যমেই মানুষের মধ্যে একতাবোধ ও হৃদয়ের সম্পর্ক গড়ে উঠে। যেখানে ধর্ম-বর্ণ-জাতপাতের কোন স্থান থাকে না। আজ ত্রিপুরা কেমিস্ট এন্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত মেগা রক্তদান শিবিরের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা একথা বলেন।
আগরতলা কৃষ্ণনগরস্থিত ত্রিপুরা কেমিস্ট এন্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের অফিস প্রাঙ্গণে আয়োজিত রক্তদান শিবিরে মুখ্যমন্ত্রী বলেন, রক্তদান করা হল একটি মহৎ কাজ। জাতপাত নির্বিশেষে সকল অংশের মানুষকে রক্তদানে উৎসাহিত করা প্রয়োজন। রক্তদানের ক্ষেত্রে কোনো ধরণের লিঙ্গ বৈষম্যও থাকে না। ফলে পুরুষ-মহিলা উভয়ই একে অপরকে রক্তদান করতে পারে।
মুখ্যমন্ত্রী বলেন, বর্তমান রাজ্য সরকার নেশামুক্ত ত্রিপুরা গঠনের মাধ্যমে সমাজ পরিবর্তনের লক্ষ্যে কাজ করছে। রাজ্য সরকারের এই লক্ষ্যকে সফল বাস্তব রূপ দেওয়ার ক্ষেত্রে ত্রিপুরা কেমিস্ট ও ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনকেও সরকারের পাশে থাকার আহ্বান জানান মুখ্যমন্ত্রী।
মেগা রক্তদান অনুষ্ঠানে এছাড়াও বিধায়ক কৃষ্ণধন দাস, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, ত্রিপুরা কেমিস্ট এন্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ সাহা এবং সভাপতি সমর কুমার ভৌমিক উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা ও অন্যান্য অতিথিগণ রক্তদান শিবির পরিদর্শন করেন এবং রক্তদাতাদের উৎসাহিত করেন।