ইউক্রেনের জন্য ৪০০ মিলিয়ন ডলারের মানবিক সহায়তা প্যাকেজ ঘোষণা সৌদি আরব এর

অনলাইন ডেস্ক,১৫ অক্টোবর।। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে শুক্রবার (১৪ অক্টোবর) টেলিফোনে কথা বলেছেন সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। ফোনালাপের পরপরই ইউক্রেনের জন্য ৪০০ মিলিয়ন ডলারের মানবিক সহায়তা প্যাকেজ ঘোষণা করে সৌদি আরব।

শনিবার (১৫ অক্টোবর) আরব নিউজের এক প্রতিবেদনে এই তথ্য জানায়।যুবরাজ বলেছেন, রাশিয়া-ইউক্রেনের মধ্য চলমান উত্তেজনা কমাতে মধ্যস্থতা এবং সহায়তার জন্য প্রয়োজনীয় সব কিছু করতে প্রস্তুত সৌদি আরব।ফোনালাপে জেলেনস্কি ইউক্রেনের আঞ্চলিক সার্বভৌমত্বের সমর্থনে সৌদির অবস্থানের জন্য ক্রাউন প্রিন্সকে ধন্যবাদ জানিয়েছেন।সম্প্রতি ইউক্রেনের অধিকৃত চারটি অঞ্চলের ওপর রাশিয়ার দাবিকে স্বীকৃতি না দেওয়ার জন্য জাতিসংঘের একটি প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে সৌদি আরব।

জেলেনস্কি আরও বলেছেন, তিনি এবং যুবরাজ মোহাম্মদ আরও যুদ্ধবন্দীদের মুক্তি দেওয়ার জন্য যোগাযোগ চালিয়ে যেতে সম্মত হয়েছেন। গত মাসে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে বন্দি বিনিময় প্রক্রিয়ার অংশ হিসেবে বিভিন্ন দেশ থেকে ১০ বন্দিকে মুক্তি দেওয়ার ক্ষেত্রে মধ্যস্থতা করেছিলেন সৌদি যুবরাজ সালমান। এ প্রক্রিয়ায় ১০ বিদেশি নাগরিকসহ প্রায় ৩০০ বন্দি বিনিময় করে যুদ্ধরত দুই দেশ। ইউক্রেনের প্রেসিডেন্ট বলেছেন, তিনি এবং যুবরাজ সৌদি আরব থেকে ইউক্রেনকে ম্যাক্রো-আর্থিক সহায়তা প্রদানের বিষয়ে একমত হয়েছেন।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *