অনলাইন ডেস্ক,১৫ অক্টোবর।। ইউক্রেনের বিরুদ্ধে আপাতত বড় কোনও হামলা চালানোর পরিকল্পনা নেই বলে জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ক্রিমিয়ার সংযোগ সেতুতে বিস্ফোরণের পর ইউক্রেনে হামলার তীব্রতা বহু গুণ বাড়িয়ে দিয়েছিল মস্কো।
স্থানীয় সময় শুক্রবার (১৪ অক্টোবর) কাজাখস্তানে সাবেক সোভিয়েত ইউনিয়নের অন্তর্ভু্ক্ত দেশগুলোর সঙ্গে এক সম্মেলন শেষে পুতিন বলেন, ইউক্রেনের ওপর আরও বিস্তৃত আক্রমণের কোনও প্রয়োজন এই মুহূর্তে দেখছি না। গত ৮ অক্টোবর, ইউক্রেন যেভাবে কের্চ ব্রিজে আক্রমণ করেছে, তার জবাব দেওয়ারও প্রয়োজন মনে করছি না। পশ্চিমের বন্ধু হলেও ইউক্রেনকে ধ্বংস করার কথা আমার মাথায় নেই।রুশ প্রেসিডেন্ট বলেন, ইউক্রেনে হামলা নিয়ে তার কোনো অনুশোচনা নেই। রাশিয়া সঠিক কাজই করেছে।
রাশিয়ায় নতুন করে সেনা সমাবেশের কোনও পরিকল্পনা নেই উল্লেখ করে পুতিন বলেছেন, আগামী দুই সপ্তাহের মধ্যে আংশিক সেনা সমাবেশের আওতায় ৩ লাখ সেনা নিয়োগ চূড়ান্ত হবে। গত সোমবার থেকে ইউক্রেনে হামলার তীব্রতা বাড়িয়েছে রাশিয়া। এর কারণ হিসেবে মনে করা হচ্ছে, সম্প্রতি রাশিয়ার মূল ভূখণ্ড থেকে ক্রিমিয়ার সংযোগ রক্ষাকারী সেতুতে বিস্ফোরণ ঘটায় ইউক্রেন।
তার পরেই আক্রমণের তীব্রতা বাড়ায় মস্কো। তাতে মৃত্যু হয় বহু সাধারণ মানুষের। ইউক্রেনে যে সমস্ত কাঠামো ওই দেশের সভ্যতা ও সংস্কৃতির চিহ্ন বহন করে, মস্কোর হামলায় তাও ক্ষতিগ্রস্ত। পশ্চিমা দেশগুলোতে রাশিয়ার এই তীব্র আক্রমণের নিন্দা চলছে। রাশিয়াকে এর মূল্য চোকাতে হবে বলে আবার হুমকি এসেছে আমেরিকা। কিন্তু পশ্চিমা দুনিয়ার কথা যে মানার পাত্র পুতিন নন, তা অন্তত পরিষ্কার।