অনলাইন ডেস্ক, ৭ অক্টোবর।। দরজায় কড়া নাড়ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে নিউজিল্যান্ড দুর্গে বড় ধাক্কা। ক্রাইস্টচার্চে চলমান ত্রিদেশীয় সিরিজ থেকে ছিটকে গেছেন নিউজিল্যান্ডের অলরাউন্ডার ড্যারিল মিচেল। শুক্রবার অনুশীলনের সময় হাত ভেঙে যাওয়ায় শঙ্কা জেগেছে বিশ্বকাপে তার থাকা নিয়েও। নিউজিল্যান্ড ক্রিকেট এক বিবৃতিতে বলেছে, ‘এই অলরাউন্ডার নেটে ব্যাট করার সময় তার ডান হাতে আঘাত পেয়েছিলেন।
পরে এক্স-রে করা হলে তার বৃদ্ধাঙ্গুলিতে ফাটল ধরা পড়েছে।’নিউজিল্যান্ড দলের ফিজিও থিও কাপাকৌলাকিস এই তথ্য নিশ্চিত করে জানিয়েছেন মিচেলকে কমপক্ষে দুই সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হবে। যদিও মিচেলের বদলি এখনও ঘোষণা করা হয়নি। কোচ গ্যারি স্টেড বলেছেন, ‘বিশ্বকাপের আগে দলের জন্য ক্রিকেটের উত্তেজনাপূর্ণ সময়ে এই চোট পাওয়া ড্যারিলের জন্য সত্যিই হতাশার।
সে আমাদের টি-টোয়েন্টি ইউনিটে সত্যিই একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়। আমরা অবশ্যই ত্রি-দেশীয় সিরিজে তাকে মিস করব। দুই সপ্তাহের মধ্যে আমাদের বিশ্বকাপের প্রথম খেলা। একইসঙ্গে তার পুনর্বাসন প্রক্রিয়া শুরু হবে। আগামীকাল শনিবার হ্যাগলি ওভালে পাকিস্তানের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচ খেলবে নিউজিল্যান্ড।