পাঁচ দিনে ৩০০ কোটির ব্যবসা করে নতুন রেকর্ড গড়ল মণি রত্নমের ছবি ‘পন্নিইন সেলভান’

অনলাইন ডেস্ক, ৭ অক্টোবর।। পাঁচ দিনে ৩০০ কোটির ব্যবসা করে নতুন রেকর্ড গড়ল মণি রত্নমের ছবি ‘পন্নিইন সেলভান’। গত ৩০ সেপ্টেম্বর মুক্তি পায় ছবিটি। অনেক ছবিকে টেক্কা দিয়ে বক্স অফিসে দুরন্ত ব্যবসা কর সিনেমাটি। সিনেপ্রেমীদের মন জয় করতে সক্ষম এই ছবি।

এমনকী সেলেবদের মধ্যেই এই ছবিটি নিয়ে ক্রেজ রয়েছে। পন্নিইন সেলভানের প্রেমে রীতিমতো ‘পাগল’ ভারতীয় দলের অন্যতম ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিন। এবার চোল রাজার বেশ ধরলেন তিনি। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে একটি বিশেষ ভিডিও আপলোড করেন তিনি। একেবারে চোল রাজার মতো করেই সেজেছিলেন এই ক্রিকেটার। আসলে কল্কির পন্নিইন সেলভা বইয়ের বিরাট ফ্যান ভারতীয় ক্রিকেট দলের অন্যতম এই স্পিনার।

সেই কারণেই মণি রত্নমের ছবির অপেক্ষায় ছিলেন তিনি। সিনেমাটি দেখার পর মুগ্ধ এই ক্রিকেটার। ওই বিশেষ ভিডিওর শুরুতে অশ্বিনকে কল্কির বইটি পড়তে দেখা যাচ্ছে। ওই বইটি পড়তে পড়তেই তিনি পৌঁছে যাচ্ছেন চোল রাজাদের দুনিয়ায়। ধুতি, পাঞ্জাবি, পাগড়িতে অবিকল চোল রাজাদের মতোই দেখতে লাগছিল ভারতীয় এই ক্রিকেটারকে।ইনস্টাগ্রাম পোস্টে অশ্বিন লেখেন, ‘আর কতবার এই এপিকের প্রেমে পড়ব জানি না। আমি জানি, সিনেমা কখনো ভালো উপন্যাসের জায়গা নিতে পারে না। তবে কিংবদন্তি মণি রত্নম কিন্তু দুর্দান্ত কায়দায় এই ছবিটি বানিয়েছেন।’

তার সংযোজন, ‘ছবিতে অনেক তারকা আছেন। চিত্রনাট্যের প্রয়োজনে কিছু চরিত্রকে আরো গুরুত্বপূর্ণ করে তুলেছেন মণি রত্নম। কার্থি, তৃষা কৃষ্ণণ, ঐশ্বর্য রাই বচ্চন এবং জেয়াম রবির মতো তারকারা নিজেদের ক্যারিশমার মাধ্যমে নিজেদের চরিত্রের গুরুত্ব বাড়িয়েছেন।’নিজের অনুরাগীদের রবিচন্দ্রন অশ্বিন জানিয়েছেন, সকলের এই ছবিটি দেখা উচিত।

যারা এর মধ্যেই ছবিটি দেখেছেন, তাদের প্রিয় চরিত্র কোনটা সেটাও জানতে চেয়েছেন অশ্বিন। উল্লেখ্য, তামিল ছবি ‘পন্নিইন সেলভান’ গোটা দেশে আলোড়ন সৃষ্টি করেছে। ছবিতে অভিনয় করেছেন ঐশ্বর্য রাই বচ্চন, চিয়া বিক্রম, তৃষা কৃষ্ণণ, কার্থির মতো অভিনেতারা। ১৯৫৫ সালে কল্কি কৃষ্ণমূর্তির লেখা উপন্যাস অবলম্বনে ইতিহাসধর্মী ছবিটি বানিয়েছেন মণি রত্নম। প্রযোজকদের দাবি ছিল, এই ছবি বাহুবলীকেও ছাপিয়ে যাবে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *