জেনিফার লোপেজ, শাকিরার পর এবার ফুটবল বিশ্বকাপে গানে গানে উন্মাদনার ছড়াবেন নোরা ফতেহি

অনলাইন ডেস্ক, ৭ অক্টোবর।। জেনিফার লোপেজ, শাকিরার পর এবার নোরা ফতেহি। এই প্রথম ফুটবল বিশ্বকাপে গানে গানে উন্মাদনার ছড়াবেন ভারতীয় তারকা। নোরাই প্রথম, যিনি ভারতের তারকা হিসাবে ফিফা বিশ্বকাপ ২০২২-এ থিম গানের ভিডিওতে আত্মপ্রকাশ করবেন।

ভারত এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রতিনিধিত্ব করবেন নোরা। সেখানে তাকে একই সঙ্গে গাইতে এবং নাচতে দেখা যাবে। দর্শকের মনে যেভাবে সাড়া ফেলেছিল শাকিরার ‘ওয়াকা ওয়াকা’ কিংবা ‘লা লা লা’, সেই রেশ টেনেই ঢুকে পড়বেন নোরা। কেবল উদ্বোধনী সঙ্গীত নয়, শেষ গানও তিনিই গাইবেন। আশ্চর্যের ব্যাপার, হিন্দিতে! এ ঘটনাও ফিফার ইতিহাসে এই প্রথম।

এতদিন ফিফার সঙ্গীত প্রযোজনা করে আসছে যে রেডওয়ান সংস্থা, তারাই এবার নোরার গানের দায়িত্বে। পেশাদার জীবনেও মাইলফলক গড়তে চলেছেন অভিনেত্রী। নিউ ইয়র্কের অভিনেত্রী-গায়িকা জেনিফার, কলম্বিয়ার তারকা শাকিরার সঙ্গে এক সারিতে চলে এলেন তিনি। কানাডার মডেল-অভিনেত্রী-নৃত্যশিল্পী বহু বছর ধরেই ভারতে।

বলিউডে নিজের পাকা জায়গা বানাতে চাইছেন। বিভিন্ন রিয়েলিটি শো-তেও প্রতিযোগী হিসাবে দেখা গিয়েছে তাকে। নাচে তিনি কতটা পারদর্শী, তা তার করা দক্ষিণী ছবির আইটেম গানগুলো দেখলেই বোঝা যাবে। কর্মস্থান যেহেতু ভারত, তাই নোরাকে ভারতের তারকাদের মধ্যেই ধরা হয়। বর্তমানে ‘ঝলক দিখ লা যা ১০’-এর জনপ্রিয় সঞ্চালক নোরা। পাশাপাশি অজয় দেবগন, সিদ্ধার্থ মালহোত্রা অভিনীত ‘থ্যাঙ্ক গড’ ছবিতেও এক বারবনিতার চরিত্রে দেখা যাবে অভিনেত্রীকে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *