‘কেস তো বনতা হ্যায়’-এর সেট ছেড়ে ক্ষুব্ধ হয়ে বেরিয়ে গেলেন অভিষেক বচ্চন

অনলাইন ডেস্ক, ৭ অক্টোবর।। লাইভ সম্প্রচার চলছিল। তার মধ্যেই ‘কেস তো বনতা হ্যায়’-এর সেট ছেড়ে ক্ষুব্ধ হয়ে বেরিয়ে গেলেন অভিষেক বচ্চন। এর আগে কখনো প্রকাশ্যে এভাবে তাকে রাগতে দেখা গেছে কি-না, মনে করতে পারছে না অনুরাগীরা। পর্দার বাইরে বরাবরই বচ্চন জুনিয়রের শান্ত-সৌম্য চেহারাই মনে আসে। কিন্তু বুধবার তার অন্য রূপ দেখল দর্শক।

ঠিক কী ঘটেছিল? আবারো সেই কৌতুক করতে গিয়ে রাগিয়ে ফেলার মতো ঘটনা। মনে করিয়ে দিতে পারে অস্কার মঞ্চে উইল স্মিথের চড়। কিন্তু না, অত দূর গড়ায়নি। ‘কেস তো বনতা হ্যায়’ সেট-এ কৌতুকশিল্পী পরিতোষ ত্রিপাঠী আসলে হাস্যরসের আবহই তৈরি করতে চেয়েছিলেন। কিন্তু ভুল সুতোয় টান দিয়ে ফেলেছেন, সেটা বোঝা গেল একটু পরেই। ততক্ষণে পরিস্থিতি হাতের বাইরে।

‘আমায় বোকা পেয়েছেন?’ উঠে দাঁড়িয়ে সহ-অতিথি রীতেশ দেশমুখ এবং কুশা কাপিলাকে স্তম্ভিত করে হেঁটে বেরিয়ে যান অভিষেক।জানা যায়, পরিতোষ অমিতাভ বচ্চনকে নিয়ে রসিকতা করেছিলেন। তাতেই অপমানিত হয়ে তৎক্ষণাৎ শুটিং বন্ধ করার নির্দেশ দেন অভিষেক। বলেন, ‘এটা নেওয়া যাচ্ছে না।

আমায় নিয়ে যত খুশি মজা করুন, কোনো অসুবিধে নেই। কিন্তু বাবাকে টেনে আনবেন না। ওকে নিয়ে কোনো রকম রসিকতা আমি বরদাশত করব না।’ পরিতোষ এরপর অভিষেককে শান্ত করার চেষ্টা করেন, কিন্তু অভিনেতা বলে চলেন, ‘মানুষ মানুষকে একটু তো সম্মান দিতেই পারে! লোক হাসাতে যা খুশি তাই বলে দেওয়া যায় নাকি?’ গোটা সেট এরপর স্তব্ধ হয়ে যায়। কেউ আর কোনো কথা বলনি।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *