অনলাইন ডেস্ক, ১৯ সেপ্টেম্বর।। বলিউড নায়িকাদের প্লাস্টিক সার্জারি করা নিয়ে অনুরাগী থেকে শুরু করে নেটিজেনদের মধ্যে প্রায়শই চর্চা চলে। অনেকেই ঠাট্টা-ইয়ার্কি করেন।
কেউ কেউ আবার কটাক্ষ করতেও পিছপা হন না। নিজেরা নায়িকা হয়েও প্লাস্টিক সার্জারি নিয়ে মশকরা করেছিলেন দীপিকা পাড়ুকোন ও সোনম কাপুর।
দীপিকা ও সোনমের সেই মন্তব্য ঘিরে চর্চা চলেছিল বলিপাড়ায়। পরিচালক-প্রযোজক করণ জোহরের শো ‘কফি উইথ করণ’-এ অতিথি হিসেবে একবার এসেছিলেন বলিপাড়ার দুই সুন্দরী। সেখানেই প্লাস্টিক সার্জারি নিয়ে মন্তব্য করতে দেখা গিয়েছিল তাদের।
প্লাস্টিক সার্জারি করার কথা অনেক অভিনেত্রীই গোপন রাখতে স্বচ্ছন্দ বোধ করেন। এই প্রসঙ্গে দীপিকা মজার ছলে বলেন, ‘অভিনেত্রীদের জন্য যদি আলাদা কোনো কবরস্থান থাকে, তাহলে আমরা জানতে পারব কে কে করিয়েছেন (প্লাস্টিক সার্জারি)।
’দীপিকার এই কথা শুনে অভিনেত্রী সোনম বলেন, ‘কারণ প্লাস্টিক পড়ে থাকবে। ’নায়িকাদের প্লাস্টিক সার্জারি করা নিয়ে দীপিকা ও সোনমের এই মন্তব্য ঘিরে বিতর্কও তৈরি হয়েছিল। বি-টাউনের অনেক অভিনেত্রীই দীপিকা-সোনমের মন্তব্য ভালো চোখে নেননি।