কাজের ফাঁকে আপাতত ছুটি কাটাচ্ছেন সানি লিওনি, শেয়ার করলেন ছবি

অনলাইন ডেস্ক, ১৮ সেপ্টেম্বর।। সমুদ্রের নীল আর জলাধারের নীল এসে মিলেছে দিগন্তরেখায়। দু’পাশে সবুজের ছোপ। মাঝখানে সানি লিওনি। পরনে তার আবছা কালো মনোকিনি। পুলের স্বচ্ছ জলে ভেসে বেড়াচ্ছে বিশাল এক বাস্কেট।

যা থেকে উঁকি দিচ্ছে রকমারি খাবার এবং পানীয়। সেখানেই নাশতা সারছেন অভিনেত্রী। মালদ্বীপ থেকে বিলাসের সেই ছবি শেয়ার করলেন। ক্যাপশনে, ‘ব্রেকফাস্ট এনিওয়ান?’ বাস্কেটের গায়ে জ্বলজ্বল করছে মালদ্বীপের সমুদ্রমুখী বিলাসবহুল হোটেলের নাম।

কাজের ফাঁকে আপাতত ছুটি কাটাচ্ছেন সেখানেই। সঙ্গে পরিবার রয়েছে কি-না, জানা যায়নি। বেশ কয়েকটি ছবিতে অভিনয় করলেও বলিউডে পছন্দমতো কাজের সুযোগ পান না বলেই আফসোস ছিল সানির। তবে এবার সেই সাধ মিটতে চলেছে তার। সানিকে অডিশনে ডেকেছিলেন পরিচালক অনুরাগ কাশ্যপ।

সে সুসংবাদ নিজেই জানিয়েছেন অভিনেত্রী। ২০১২ সালে পূজা ভাটের থ্রিলার ‘জিসম ২’ দিয়ে অভিনয়ে আত্মপ্রকাশ করেন সানি। পরে ‘জ্যাকপট’, ‘রাগিণী এমএমএস ২’, ‘এক পহেলি লীলা’ এবং ‘মাস্তিজাদে’-র মতো ছবিতে অভিনয় করেন।

সানিকে সম্প্রতি এমএক্স প্লেয়ার ওয়েব সিরিজ ‘অনামিকা’-তে মূল চরিত্রে দেখা গিয়েছে, যা চলতি বছরের শুরুতেই মুক্তি পায়। আগামীতে অর্জুন রামপাল অভিনীত ‘দ্য ব্যাটল অব ভিমা কোরেগাঁও’-এর একটি গানে সানিকে দেখা যাবে। ২০২৩ সালে মুক্তি পাবে সেই ছবি।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *