পা ডুবিয়ে বিকিনি পরা ছবি পোস্ট করলেন অর্জুন কাপুরের বোন অংশুলা কাপুর

অনলাইন ডেস্ক, ১৮ সেপ্টেম্বর।। চেহারা যেমনই হোক, তার সঙ্গে পোশাক পরার সম্পর্ক কী? পুলের ধারে বসে পা ডুবিয়ে বিকিনি পরা ছবি পোস্ট করলেন অর্জুন কাপুরের বোন অংশুলা কাপুর।

ছবির ক্যাপশনে লিখলেন, ‘তিন মাস আগে সাঁতারের পোশাক নিয়ে কথা হচ্ছিল। প্রিয়ম গানেরিবালকে আমি বলেছিলাম, কখনোই বিকিনি পরব না। পোশাক খুলে ফেলে একফালি সুতোয় আমি স্বস্তিবোধ করব না। প্রিয়মের সহজ প্রতিক্রিয়া ছিল, কেন নয়?

আমি মনে করি তোমার বিকিনি পরা উচিত। ছবির নিচে যেন আত্মকথন চলেছে অংশুলার। লিখেছেন, ‘কেন আমি দ্বিধা বোধ করছিলাম? পরে বুঝেছি। আসলে ভাবছিলাম, আমার চেহারা বিকিনি পরার উপযুক্ত নয়। ভাবতাম, নির্দিষ্ট পোশাক পরার জন্য নির্দিষ্ট ধরনের চেহারা প্রয়োজন।

আমি আমার শরীর লুকিয়ে রাখতে চাইতাম। নিরাপদ থাকতে চাইতাম। কিন্তু এখন সেটা বদলাতে শিখছি। ‘অংশুলা জানান, এখন তিনি নিজের চেহারাকে একটু একটু করে ভালোবাসতে শিখছেন। আনন্দের পেছনে ছুটছেন। বিকিনি কিনে ফেলেছেন সাহস করে।

জীবনের এই পর্ব উপভোগ করছেন প্রাক্তন গুগল কর্মী। ৩১ বছরের অংশুলা তার জীবনযাত্রার নানা মুহূর্ত সোশাল মিডিয়ায় শেয়ার করেন। ভালো রান্না থেকে শুরু করে ভালো ভ্রমণকাহিনি। সম্প্রতি সমুদ্রে সাঁতার কাটার ছবির সঙ্গে পোস্ট করেছেন বিকিনি পরা ছবিটিও।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *