অনলাইন ডেস্ক, ১৮ সেপ্টেম্বর।। হঠাৎ করেই পাত্তা পাওয়া যাচ্ছে না দক্ষিণী সুন্দরী সামান্থা রুথ প্রভুর। নায়িকাকে কোথাও পাওয়া যাচ্ছে না, গেলেন কোথায় তিনি? এ প্রশ্নই ঘুরপাক খাচ্ছে তার অনুরাগীদের মনে।
জানা গেছে, নায়িকা অসুস্থ। তাই আপাতত আড়ালে আছেন। সামান্থার অসুস্থতার খবর ছড়িয়েছে সংবাদমাধ্যমেও। আর এই খবরে উদ্বিগ্ন অনুরাগীরা। কী হয়েছে সামান্থার? কি অসুখ? এটা স্পষ্ট হয়নি।
আদৌ সামান্থা অসুস্থ কি-না, সে ব্যাপারেও নিশ্চিত হওয়া যায়নি। ‘পুষ্পা’ সিনেমায় ‘উ অন্তাভা’ গানে কোমর দুলিয়ে সাড়া ফেলেন সামান্থা। এই ছবির দৌলতেই সর্বভারতীয় দর্শকদের কাছে রাতারাতি জনপ্রিয়তার শিখরে পৌঁছে যান এই দক্ষিণী তারকা। লাফিয়ে বেড়েছে তার অনুরাগীর সংখ্যাও।
সম্প্রতি করণ জোহরের ‘কফি উইথ করণ’-শোয়ে দেখা গিয়েছিল সামান্থাকে। কিন্তু তার কিছু দিন পর থেকেই নায়িকার পাত্তা পাওয়া যাচ্ছে না। জনসমক্ষে সামান্থাকে না দেখতে পেয়ে অনেকে মনে করছেন, নাগা চৈতন্যের সঙ্গে বিচ্ছেদের জেরে কি মন খারাপ নায়িকার।
বলিউড হাঙ্গামার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, গত কয়েক মাস ধরে শরীর খারাপ সামান্থার। বাড়ির বাইরে তাকে না যাওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। তার পরবর্তী তেলেগু ছবি ‘খুশি’র শুটিংও নাকি আপাতত স্থগিত রেখেছেন সামান্থা।