যতদ্রুত সম্ভব ইউক্রেন যুদ্ধের ইতি টানতে চাই, মোদিকে জানালেন পুতিন

অনলাইন ডেস্ক, ১৭ সেপ্টেম্বর।। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, তিনি যতদ্রুত সম্ভব ইউক্রেন যুদ্ধের ইতি টানতে চান। শুক্রবার (১৬ সেপ্টেম্বর) উজবেকিস্তানে আঞ্চলিক নিরাপত্তা ব্লকের শীর্ষ সম্মেলনের সাইডলাইন বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে রুশ প্রেসিডেন্ট বলেন, ইউক্রেনের সংঘাত নিয়ে নয়াদিল্লির উদ্বেগ সম্পর্কে তিনি অবগত।

এ সংঘাত ‘যত দ্রুত সম্ভব’ তিনিও শেষ করতে চান। ক্রেমলিনের পক্ষ থেকে দেওয়া পুতিন-মোদির বৈঠকের সারসংক্ষেপের বরাতে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

ভারতের প্রধানমন্ত্রী পুতিনকে বলেন, আজকের যুগ যুদ্ধের যুগ নয় এবং আমি আপনার সঙ্গে এ নিয়ে ফোনে কথা বলেছি। গণতন্ত্র, কূটনীতি এবং সংলাপ বিশ্বকে একত্রিত করেছে।  এসময় পুতিন বলেন, কিয়েভ আলোচনা প্রত্যাখ্যান করেছে এবং যুদ্ধক্ষেত্রে তারা তাদের নিজস্ব লক্ষ্য অর্জন করতে চায়।

উজবেকিস্তানের সমরকন্দে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) শীর্ষ সম্মেলনের ফাঁকে তিনি মোদিকে বলেন, ইউক্রেনের সংঘাতের বিষয়ে আপনার অবস্থান, আপনার উদ্বেগ যা আপনি প্রতিনিয়ত প্রকাশ করেন তা আমি জানি। আমরা যত তাড়াতাড়ি সম্ভব এটি বন্ধ করার জন্য সবকিছু করব।

তবে দুর্ভাগ্যবশত, বিরোধী পক্ষ অর্থাৎ ইউক্রেনের নেতৃত্ব আলোচনা প্রক্রিয়া প্রত্যাখ্যান করেছে। তারা সামরিক উপায়ে তাদের লক্ষ্য অর্জন করতে চায়। নয়াদিল্লি এবং মস্কোর মধ্যে স্নায়ুযুদ্ধের সময়কার থেকে সম্পর্ক। রাশিয়া এখনও ভারতের সবচেয়ে বড় অস্ত্র সরবরাহকারী দেশ।

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *