অনলাইন ডেস্ক, ১৭ সেপ্টেম্বর।। টলিউড ইন্ডাস্ট্রির অত্যন্ত সুন্দরী অভিনেত্রী হলেন শ্রাবন্তী চট্টোপাধ্যায় (Srabanti Chatterjee)। ব্যক্তিগত জীবন নিয়ে তিনি যতই সমালোচিত হন না কেন পর্দায় তাঁর উপস্থিতি সবসময়ই দর্শকদের মন ভালো করে দেয়।
অসামান্য মিষ্টি অভিনয়ের মাধ্যমে তিনি বরাবরই দর্শকদের হৃদয় জিতে এসেছেন। ইতিমধ্যেই তিনি তাঁর কেরিয়ারে একাধিক হিট ছবি দর্শকদের উপহার দিয়েছেন। দেব, জিৎ, সোহম ইত্যাদি প্রথম সারির অভিনেতাদের সাথে তিনি একাধিক বাণিজ্যিক ছবি করে ফেলেছেন। তবে অভিনয়ের বাইরে তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে মাঝে মধ্যে তিনি বিতর্কের শিকার হন।
তবে আপাতত এই সমস্ত নেগেটিভ মন্তব্য নিয়ে মাথা ঘামান না তিনি। এমনিতেই বাংলা সিনেমার নায়ক নায়িকারা অভিনয়ের পাশাপাশি মাঝেমধ্যেই বিভিন্ন রকম মঞ্চে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। চলতি কথায় যেগুলোকে মাচা শো বলা হয়। সম্প্রতি এমনই একটি অনুষ্ঠানে উপস্থিত থাকতে দেখা গেল অভিনেত্রী শ্রাবন্তীকে।
এমনকি মাইক হাতে অভিনেত্রীকে গান গাইতেও দেখা গিয়েছে। ‘আগমনী স্টুডিও’ নামক একটি পেজ থেকে অভিনেত্রীর এই ভিডিও কিছুদিন আগে শেয়ার করা হয়েছে। ভিডিওটিতে দেখা যাচ্ছে মাইক হাতে মঞ্চে উপস্থিত হয়েছেন অভিনেত্রী। ভিডিও শুরুতে প্রথমে একটি বাচ্চা ছেলেকে গালে চুমু খেয়ে আদর করতে দেখা যায় তাঁকে।
যা দেখে দর্শকরা রীতিমতো উল্লাসে ফেটে পড়েন। আর তারপরেই গান শুরু করেন অভিনেত্রী। ‘ও পিয়া রে পিয়া’ (O Piya Re Piya) গানটি গাইতে দেখা যায় তাঁকে। কালো প্যান্ট এবং কালো রঙের সিকোয়েন্স টপে, খোলা চুলে অভিনেত্রীকে অত্যন্ত সুন্দরী লাগছিল। ইতিমধ্যেই অভিনেত্রীর গানের এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে।
ভিডিওটি ২৬ হাজার লাইক পেয়েছে। এছাড়া অজস্র মানুষ ভিডিওটি শেয়ার করেছেন। তবে এই ভিডিওর কমেন্ট বক্সে ভালো ভালো মন্তব্যের পাশাপাশি বেশ কিছু নেগেটিভ মন্তব্যও রয়েছে। যেখানে বেশিরভাগই বহুবিবাহকে কেন্দ্র করে অভিনেত্রীকে কটাক্ষ করেছেন।