দামেস্ক আন্তর্জাতিক বিমানবন্দর ও কয়েকটি অবস্থানে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল

অনলাইন ডেস্ক, ১৭ সেপ্টেম্বর।। সিরিয়ার দামেস্ক আন্তর্জাতিক বিমানবন্দর ও রাজধানীর দক্ষিণে কয়েকটি অবস্থানে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে পাঁচ সেনা নিহত ও সম্পদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।

শনিবার (১৭ সেপ্টেম্বর) ভোররাতে দেওয়া এক বিবৃতিতে মন্ত্রণালয়টি জানিয়েছে, সিরিয়ার এয়ার ডিফেন্স হামলা প্রতিরোধ করেছে এবং অধিকাংশ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে সক্ষম হয়েছে।  হামলার কারণে বিমানবন্দরের কার্যক্রম বিঘ্নিত হয়েছে কিনা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

আঞ্চলিক কূটনৈতিক ও গোয়েন্দা সূত্রগুলো বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে, হিজবুল্লাহসহ সিরিয়া ও লেবাননের মিত্রদের অস্ত্র সরবরাহের জন্য তেহরানের ক্রমবর্ধমান আকাশপথ ব্যবহারে বিঘ্ন ঘটাতে সিরিয়ার বিমানবন্দরগুলোতে ক্ষেপণাস্ত্র হামলা জোরদার করেছে ইসরায়েল।

স্থলপথে সরবরাহ বিঘ্নিত হওয়ার পর তেহরান সিরিয়ায় তার বাহিনী এবং মিত্র যোদ্ধাদের সামরিক সরঞ্জাম বহনের আরও নির্ভরযোগ্য উপায় হিসেবে বিমান পরিবহনকে বেছে নিয়েছে।

আরব বসন্তের প্রভাবে ২০১১ সালে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ শুরু হলে তা একসময় গৃহযুদ্ধে রূপ নেয়। এই যুদ্ধে কয়েক লাখ মানুষ নিহত এবং লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *