অন্তিম মানুষের কাছে উন্নয়ন কর্মসূচির সুযোগ পৌঁছে দিতেই প্রতি ঘরে সুশাসন অভিযান : শিক্ষামন্ত্রী

স্টাফ রিপোর্টার, মোহনপুর, ১৭ সেপ্টেম্বর।। প্রতি ঘরে সুশাসন অভিযানের প্রথম দিনে আজ মোহনপুর ব্লকে প্রধানমন্ত্রী অনুসূচিত জাতি অভ্যুদ্বয় যোজনায় তপশিলি জাতিভুক্ত সম্প্রদায়ের ১৬৪ জন ক্ষুদ্র ব্যবসায়ীকে ১০ হাজার টাকা করে অনুদান দেওয়া হয়েছে।

মোহনপুর পঞ্চায়েত সমিতি হলে আয়োজিত এক অনুষ্ঠানে তাদের হাতে অনুদানপত্র তুলে দেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করে শিক্ষামন্ত্রী রতনলাল নাথ বলেন, রাজ্যের অন্তিম মানুষের কাছে উন্নয়ন কর্মসূচির সুযোগ পৌঁছে দিতেই রাজ্যে প্রতি ঘরে সুশাসন অভিযান নেওয়া হয়েছে। আগামী ৩০ নভেম্বর পর্যন্ত এই অভিযান চলবে।

তিনি বলেন, আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন। প্রধানমন্ত্রীর জন্মদিনকে স্মরণীয় করে রাখতে রাজ্যে এই কর্মসূচি নেওয়া হয়েছে। অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্ব ও দিশায় রাজ্য বিকাশের পথে এগিয়ে চলেছে। আমাদের লক্ষ্য হলো উন্নত ত্রিপুরা গড়ে তোলা।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী অনুসূচিত জাতি অভ্যন্বয় যোজনায় মোহনপুর পুরপরিষদ এলাকার তপশিলি জাতি সম্প্রদায়ের ৩৭ জন ক্ষুদ্র ব্যবসায়ীকে ১০ হাজার টাকা করে অনুদান দেওয়া হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোহনপুর পুরপরিষদের চেয়ারপার্সন অনিতা দেবনাথ, ভাইস চেয়ারপার্সন শঙ্কর দেব, মোহনপুর পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান রাকেশ দেব প্রমুখ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মোহনপুর মহকুমার মহকুমা শাসক অনিরুদ্ধ রায়। সভাপতিত্ব করেন মোহনপুর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান রীণা দেববর্মা।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *