গোগরা-হটস্প্রিং সীমান্ত অঞ্চলের টহল পিলার এলাকা থেকে সেনা সরিয়ে নিতে শুরু করেছে ভারত ও চীন

অনলাইন ডেস্ক, ১০ সেপ্টেম্বর।। পূর্ব লাদাখের গোগরা-হটস্প্রিং সীমান্ত অঞ্চলের টহল পিলার (১৫) এলাকা থেকে সেনা সরিয়ে নিতে শুরু করেছে ভারত ও চীন। ২০২০ সালের এপ্রিল থেকেই এই অঞ্চলে  মুখোমুখি অবস্থানে ছিল দেশ দুটির সেনারা।

২০২০ সালে সেখানে এক রক্তক্ষয়ী সংঘর্ষে ২০ জন ভারতীয় সেনা এবং ৪ জন চীনা সেনা নিহত হয়। দুই বছরের বেশি সময় ধরা চলা উত্তেজনা কমানোর অংশ হিসেবে এমন সিদ্ধান্ত নিয়েছে দেশ দুটি। ভারতীয় ও চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে এ খবর দিয়েছে বিবিসি।

গতকাল বৃহস্পতিবার ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, গোগরা-হটস্প্রিংস এলাকায় ভারতীয় ও চীনা সৈন্যরা সমন্বিত ও পরিকল্পিতভাবে সরে যেতে শুরু করেছে, যা সীমান্ত এলাকায় শান্তি বজায় রাখার জন্য সহায়ক।

আজ শুক্রবার একই ধরনের বিবৃতি দেয় চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ও। ১২ তারিখের মধ্যেই এই সেনা সরিয়ে নেওয়ার কাজ সম্পন্ন হবে। গত জুলাই মাসে দুই দেশের মধ্যে কমান্ডার পর্যায়ের ১৬তম বৈঠকের পর এই সেনা প্রত্যাহার করার সিদ্ধান্ত আসল।

দেশ দুটির মধ্যে তিনটি প্রধান বিরোধপূর্ণ পয়েন্ট রয়েছে। সেগুলো হলো- ডেপসাং, প্যাংগং ও গোগরা-হটস্প্রিংস। এর আগে গত বছর প্যাংগং সো সেক্টর থেকে কিছু সেনা প্রত্যাহার করা হয়।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *