ম্যানচেস্টার ইউনাইটেডে অভিষেকটা রাঙান এই ব্রাজিলিয়ান তারকা

অনলাইন ডেস্ক, ২৮ আগস্ট।। চোখের জলে রিয়াল মাদ্রিদকে বিদায় জানিয়েছেন গত সপ্তাহ। তারপর কাসিমিরোকে উড়িয়ে আনা হয় ম্যানচেস্টার ইউনাইটেডে। অভিষেকের জন্যও বেশি অপেক্ষা করতে হয়নি। শনিবার সাউদাম্পটনের মাঠে প্রথম খেলতে নামলেন।

নেমেই স্বাগতিক দলকে ১-০ গোলে হারিয়ে ম্যানচেস্টার ইউনাইটেডে অভিষেকটা রাঙান এই ব্রাজিলিয়ান তারকা। এ ম্যাচে ক্যাসেমিরো মাঠে নেমেছিলেন ৮০ মিনিটে।

তার আগেই ডাগআউটে বসে এ ব্রাজিলিয়ান ডিফেন্সিভ মিডফিল্ডার দেখেছেন গোল করে তার নতুন দলের এগিয়ে যাওয়া। ৫৫ মিনিটে ম্যাচের একমাত্র গোলটি করেছেন ব্রুনো ফার্নান্দেজ।

ক্যাসেমিরোর অভিষেক ম্যাচে একাদশে ছিলেন না পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোও। তিনি মাঠে নেমেছিলেন কাসেমিরোর আগে সানচোর বদলি হিসেবে ৬৮ মিনিটে। পরপর দুই ম্যাচে হার দিয়ে লিগ শুরু করেছিলে টেন হাগের দল।

তবে শেষ দুই ম্যাচে জয় নিয়ে তারা পয়েন্ট টেবিলের ওপরের দিকে উঠে এসেছ। চার ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে ম্যানচেস্টার ইউনাইটেড এখন আছে টেবিলের ৬ নম্বরে। চার ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে সাউদাম্পটন টেবিলের ১৩ নম্বরে। আগের ম্যাচটিই তারা জিতেছিল লেস্টার সিটির বিরুদ্ধে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *