বোর্নমাউথের জালে ৯ বার বল জড়িয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের গতবারের রানার-আপরা

অনলাইন ডেস্ক, ২৮ আগস্ট।। ম্যানচেস্টার ইউনাটেডের সঙ্গে লিগের শুরুতে হোচট খেয়েছিল লিভারপুল। প্রথম দুই ম্যাচ টানা ড্র করার পর তৃতীয় ম্যাচে এসে হারতে হয়েছিল রোনালদোদের কাছে। ইয়ুর্গেন ক্লুপের শিষ্যরা যেন তিন ম্যাচে ৭ পয়েন্ট হারিয়ে ক্ষোভে ফুঁসছিল।

সেই ক্ষোভ মোহাম্মদ সালাহরা পুরোপুরি ঝাড়লেন এএফসি বোর্নমাউথকে পেয়ে। সমস্ত রাগ-ক্ষোভ ঝেড়ে বোর্নমাউথের জালে ৯ বার বল জড়িয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের গতবারের রানার-আপরা।

ম্যাচের শুরু থেকে গোলের উৎসবে মাতে লিভারপুল। যা চলতে থাকে শেষ মুহূর্ত পর্যন্ত। এ জয়ে ৫ পয়েন্ট নিয়ে টেবিলে ৮ নম্বরে উঠে এলো ক্লপের শিষ্যরা এবং লিগে এটাই তাদের প্রথম জয়। ম্যাচের তৃতীয় মিনিটেই প্রথম গোল করেন লুইস দিয়াজ।

এরপর ম্যাচের ৬ষ্ঠ মিনিটে দ্বিতীয় গোল করেন হার্ভে এলিয়ট। বোর্নমাউথকে গোলের মালা পরা অব্যাহত থাকেই। ২৮তম মিনিটে তৃতীয় গোল করেন ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড। এর তিন মিনিট পরই চতুর্থ গোল করেন ব্রাজিলিয়ান তারকা রবার্তো ফিরমিনো।

৪৫ মিনিটে দলের হয়ে পঞ্চম গোল করেন ভিরগিল ফন ডাইক। প্রথমার্ধেই ৫-০ গোলে এগিয়ে যায় লিভারপুল। দ্বিতীয়ার্ধ শুরু হতে না হতেই (৪৬ মিনিটে) নিজেদের জালেই বল জড়িয়ে দেন বোর্নমাউথের ক্রিস মেপাম।

৬২ মিনিটে ব্যবধান ৭-০ করে ফেলেন রবার্তো ফিরমিনো। ৮০ মিনিটে ৮-০ গোলের ব্যবধান সৃষ্টি করেন ফ্যাবিও কার্ভালহো এরপর ম্যাচের ৮৫ মিনিটে শেষবারের মত বোর্নমাউথের জালে বল জড়ান লুইজ দিয়াজ।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *