বিচারপতি উদয় উমেশ ললিত ভারতের ৪৯ তম প্রধান বিচারপতি হিসাবে শপথ গ্রহণ করলেন

অনলাইন ডেস্ক, ২৭ আগস্ট।। মাত্র ৭৪ দিনের জন্য প্রধান বিচারপতি হলেন ইউ ইউ ললিত । শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। জানা গিয়েছে, শনিবার বিচারপতি উদয় উমেশ ললিত ভারতের ৪৯ তম প্রধান বিচারপতি হিসাবে শপথ গ্রহণ করেন।

এদিন রাষ্ট্রপতি ভবনে বিচারপতি ললিতকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। আগামী ৮ নভেম্বর অবসরের পর থেকে তার মেয়াদ হবে ৭৪ দিন।

তিনি বলেন, একজন সিজেআই হিসাবে তার ৭৪ দিনের মেয়াদে, তিনি নতুন মামলাগুলির জন্য তালিকা প্রক্রিয়াটি যতটা সম্ভব সহজ, কার্যকর, দ্রুত এবং স্বচ্ছ করার জন্য কঠোর পরিশ্রম করবেন। তিনি আইনজীবী এবং রেজিস্ট্রি কর্মকর্তাদের মধ্যে দৈনিক দ্বন্দ্বের আরেকটি ক্ষেত্রও উল্লেখ করেছেন – জরুরি তালিকাভুক্তির প্রয়োজন এমন বিষয়গুলি উল্লেখ করার অনুমতি।

বিচারপতি ললিত বলেন, আমি এই বিষয়টি খতিয়ে দেখব এবং আমার সহকর্মীদের সঙ্গে আলোচনা করে সংশ্লিষ্ট বেঞ্চের সামনে জরুরি বিষয়গুলি বিনামূল্যে উল্লেখ করার জন্য একটি শাসন ব্যবস্থা নিয়ে আসব। বর্তমানে, জরুরি তালিকাভুক্তির প্রয়োজন এমন নতুন বিষয়গুলি সিজেআই-এর নেতৃত্বাধীন বেঞ্চের সামনে উল্লেখ করা হয়েছে।

তিনি যদি রোস্টার অনুযায়ী বিষয়গুলি উল্লেখ করার অনুমতি দেন – বিচারপতিদের সামনে মামলার বিষয়ভিত্তিক বন্টন, তবে এটি প্রতিদিন সকালে সিজেআইয়ের বেঞ্চের উপর অনেক চাপ হ্রাস করবে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *