অনলাইন ডেস্ক, ২৭ আগস্ট।। ইউক্রেনের জাতীয় গ্রিড থেকে ইউরোপের বৃহত্তম পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের সংযোগ পুনরায় চালু হয়েছে। ছয়টি চুল্লির মধ্যে দুটিকে আবার গ্রিডের মধ্যে সংযুক্ত করা হয়েছে। এরপরও ঝুঁকি রয়ে গেছে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভালোদিমির জেলেনস্কি। খবর রয়টার্সের।
গত বৃহস্পতিবার জাপোরিঝজিয়া কাছে গোলা হামলায় সৃষ্ট অগ্নিস্ফুলিঙ্গের কারণে বিদ্যুৎ কেন্দ্রটির দুটি সক্রিয় পাওয়ার ইউনিটের সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ইউক্রেনের জাতীয় গ্রিড থেকে পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের সংযোগ বিচ্ছিন্নের ঘটনা এটাই ইতিহাসে প্রথম।
প্রতিদিনের সন্ধ্যার ভাষণে জেলেনস্কি বলেন, আমি খুবই চাপে রয়েছি পরিস্থিতি খুবই ঝুঁকিপূর্ণ ও বিপজ্জনক অবস্থায় রয়েছে গেছে। সেখানে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি এড়িয়ে’ কাজ করার জন্য ইউক্রেনীয় বিশেষজ্ঞদের প্রশংসা করেন তিনি।
ইউক্রেনের রাষ্ট্রীয় পারমাণবিক কোম্পানি ইনারগোটম শুক্রবার সন্ধ্যায় জানিয়েছে যে, প্লান্টের দুটি কার্যকরী চুল্লিই গ্রিডের সঙ্গে সংযুক্ত করা হয়েছে এবং বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু হয়েছে। এদিকে রাশিয়ার অব্যাহত গোলাগুলিতে দেশটির পূর্বাঞ্চলের অনেক বেসামরিক লোক বাস্তুচ্যুত হয়েছেন।
দোনেৎস্ক অঞ্চলের জনসংখ্যার তিন চতুর্থাংশ সেখান থেকে পালিয়ে গেছেন বলে জানিয়েছে আঞ্চলিক গভর্নর। ইউক্রেনের সৈন্যরা খেরসনের কাছে দক্ষিণ ফ্রন্টে রাশিয়ার সরবরাহ রুটগুলোকে ক্ষতিগ্রস্ত করে যাচ্ছে।