কমলসাগর কসবা কালীবাড়ি প্রাঙ্গণে দু’দিনব্যাপী ভাদ্রমেলার সূচনা

স্টাফ রিপোর্টার, বিশালগড়, ২৭ আগস্ট।। কমলসাগর কসবা কালীবাড়ি প্রাঙ্গণে গতকাল থেকে দু’দিনব্যাপী ভাদ্রমেলার সূচনা হয়েছে। গতকাল সন্ধ্যায় ভাদ্রমেলার উদ্বোধন করেন কেন্দ্রীয় সামাজিক ন্যায়বিচার ও ক্ষমতায়ন প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। মেলার উদ্বোধন করে তিনি বলেন, এ ধরনের মেলা গ্রামীণ সংস্কৃতির বিকাশে সহায়ক ভূমিকা নেয়। মেলায় মানুষে মানুষে মেলবন্ধন ঘটে।

আমাদের সম্প্রীতির বন্ধনকে সুদৃঢ় করে। মেলার উদ্বোধনী অনুষ্ঠানে কেন্দ্রীয় সামাজিক ন্যায়বিচার প্রতিমন্ত্রী বলেন, কেন্দ্র ও রাজ্য সরকার রাজ্যের পর্যটন কেন্দ্রগুলির বিকাশে উদ্যোগ নিয়েছে। বিশেষ করে ধর্মীয় পর্যটন কেন্দ্রগুলির উন্নয়নে অগ্রাধিকার দেওয়া হয়েছে। তিনি বলেন, পর্যটন শিল্পের বিকাশ হলে রোজগারের পথ সুগম হবে।

মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিপাহীজলা জিলা পরিষদের সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত, বিধায়ক সুভাষ চন্দ্র দাস, বিশালগড় পুরপরিষদের চেয়ারপার্সন অঞ্জন পুরকায়স্থ, সমাজসেবী গৌরাঙ্গ ভৌমিক প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশলগত পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান ছন্দা দেববর্মা।

স্বাগত বক্তব্য রাখেন বিশালগড় মহকুমার মহকুমা শাসক বিনয় ভূষণ দাস। ভাদ্র মেলা উপলক্ষে কসবা কালীবাড়ি মুক্ত মঞ্চে অনুষ্ঠিত হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠান। বিশালগড় পঞ্চায়েত সমিতি, তথ্য ও সংস্কৃতি দপ্তর এবং ভাদ্রমেলা কমিটির যৌথ উদ্যোগে এই মেলার আয়োজন করা হয়েছে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *